নিহত ফায়ার ফাইটার নয়নের পরিবারে শোকের মাতম
- মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
- ২৬ ডিসেম্বর ২০২৪, ১৮:১৩
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ফায়ার ফাইটার নয়নের বাড়ি রংপুরে মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামে চলছে শোকের মাতম।
সচিবালয়ে আগুন নেভাতে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় নিহত মিঠাপুকুর উপজেলা ছড়ান আটপুনিয়া এলাকার ফায়ার ফাইটার সোহানুর জামান নয়ন।
সিলেট ফায়ার সার্ভিস অফিসে প্রায় দু’বছর আগে ফায়ার ফাইটার হিসেবে যোগদান করেন। যোগদানের পর তিনি সম্প্রতি ২১ দিনের ট্রেনিংয়ের জন্য ঢাকায় যান। সেখানে ট্রেনিংরত অবস্থায় আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস টিমের সাথে সেখানে যান তিনি। পরে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় আহত হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।
নিহত ফায়ার ফাইটার সোহানুর জামান (নয়ন) ছড়ান দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও ছড়ান ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করে ফায়ার ফাইটারকর্মী হিসেবে চাকুরীতে যোগ দেন।
নয়নের মা নার্গিস বেগম বিলাপ করে বলেন, তার ছেলে বলেছিল বিএ পাশ পরীক্ষায় উত্তীর্ণ হলে চাকুরীতে প্রমেশন পাবে তাদের সংসারে আর অভাব থাকবে না।
বাবা আক্তারুজ্জামান কান্নাজড়িত কণ্ঠে বলেন, অগ্রনী ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা ঋণসহ বিভিন্ন জায়গা থেকে ধারদেনা করে একমাত্র ছেলেকে লেখাপড়া শিখালাম। আশা ছিল ওর চাকরি থেকে ধারদেনা পরিশোধ করবো, একমাত্র ছেলেকে বিয়ে দেব। এখন আমার অবর্তমানে এ সংসারের হাল কে ধরব। এ ঘটনায় নয়নের পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা