চিরিরবন্দরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা
- ২৬ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৫, আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৫
দিনাজপুরের চিরিরবন্দরে ডোবার পানিতে ডুবে মুয়াজ হোসেন নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের নাটাউ তেলীপাড়ায় এ ঘটনা ঘটেছে।
নিহত মুয়াজ হোসন ওইপাড়ার শরীফ উদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশু মুয়াজ খেলতে গিয়ে সবার আড়ালে ডোবার পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুজির একপর্যায়ে ডোবার পানি থেকে উদ্ধার করে। পরে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুয়াজকে মৃত ঘোষণা করেন।
উপজেলার নশরতপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মোছা. খাদিজা বেগম ওরফে লাইলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। খেলতে গিয়ে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।