কুড়িগ্রামে আ.লীগ-ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
- জাকারিয়া শেখ,ফুলবাড়ী (কুড়িগ্রাম)
- ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এর আগে, বুধবার বিকেলে পৃথক অভিযানে ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: সবুজ রানা (২৭) এবং কাশিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: আলিফ উদ্দিন (৬০) গ্রেফতার হন।
গ্রেফতার মো: সবুজ রানা উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের নজির হোসেনের ছেলে এবং মো: আলিফ উদ্দিন অনন্তপুর গ্রামের মরহুম মকবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফরের পর আত্মগোপনে থাকা এই দুই নেতা বুধবার বিকেলে এলাকায় ফিরে এলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গত ৪ আগস্ট তাদের বিরুদ্ধে ফুলবাড়ীতে ছাত্র আন্দোলনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ এবং ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন দায়ের করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, গ্রেফতার দুই নেতাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা