২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আগামী বছরের শুরুতেই তিস্তার সমস্যা সমাধানে মহা পরিকল্পনা নেয়া হবে : আসিফ মাহমুদ

- ছবি - নয়া দিগন্ত

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তিস্তায় শুষ্ক মৌসুমে পানির অভাব আর বর্ষায় পানিতে তলিয়ে যাওয়া এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটি সমস্যা। এ সমস্যা নিরসনে অন্তবর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। আগামী বছরের শুরুর দিকে তিস্তার পানির যে সমস্যা সেটা কীভাবে নিরসন করা যায়, দীর্ঘ মেয়াদি সমাধান কী হতে পারে এর জন্য গণশুনানির আয়োজন করা হবে।

আজ বুধবার বিকেল ৩টায় নীলফামারীর জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা উত্তরবঙ্গের মানুষের কথা শুনব, তিস্তার সমস্যাগুলো শুনে তার প্রেক্ষিতে মহা পরিকল্পনা গ্রহণ করা হবে। এর মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে।

তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় উত্তরবঙ্গের প্রতি যে বৈষম্য হয়েছে, অন্তবর্তীকালীন সরকার সেই বৈষম্য ঘোচাতে এবং সারাদেশে যেভাবে উন্নয়ন কার্যক্রম হয়েছে, ঠিক একইভাবে যেন উত্তরবঙ্গেও উন্নয়ন কার্যক্রম হয় সেটা নিশ্চিত করার জন্য কাজ করছি। এ অঞ্চল অত্যন্ত উর্বর। কৃষি উৎপাদনের ক্ষেত্রে অগ্রগামী একটি অঞ্চল। এ অঞ্চলের অধিকাংশ জায়গায় উৎপাদিত ফসলের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ উদ্বৃত্ত থাকে। এটা দিয়ে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের ঘাটতি পূরণ হয়ে থাকে।
এ অঞ্চলে কৃষিভিত্তিক শিল্পের বিস্তারে অন্তবর্তীকালীন সরকার কাজ করছে। উত্তরবঙ্গের স্থলবন্দরকে আরো শক্তিশালি করা হবে।

আসিফ মাহমুদ বলেন, অন্তবর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে সংস্কার। দীর্ঘ ফ্যাসিবাদের সময় বাংলাদেশে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। সংস্কার কার্যক্রমের মাধ্যমে যদি পুনঃগঠন না করা হয় তাহলে ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে কখনো বের হতে পারব না। আমরা এসব সংস্কারের কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, আমি দেখেছি উন্নয়ন কার্যক্রমে বরাদ্দের ক্ষেত্রে এলাকাভিত্তিক বৈষম্য হয়ে থাকে। এখন থেকে এলাকাভিত্তিক কোনো বৈষম্য থাকবে না।

জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান, জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ওবায়দুল্লাহ সালাফি, জলঢাকা উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সমন্বায়ক আবু সাইদ নিওন, পৌর বিএনপির সেক্রেটারি মইনুল ইসলাম প্রমুখ।

পরে উপদেষ্টা নীলফামারী সার্কিট হাউজে শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।


আরো সংবাদ



premium cement
আনিসুল, সালমান ও জিয়াকে ‘রক্ষার চেষ্টাকারী’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ের আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিস কর্মীকে ট্রাকের চাপা মোহাম্মদপুরে বাসমালিককে হত্যা মাঝরাতে সচিবালয়ে আগুন, নিয়ন্ত্রণে ১৮ ইউনিট রাজধানীর ফুটপাথ পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিখোঁজের ৪ দিন পর কেন্দ্রীয় সহসমন্বয়ক খালেদ ফিরেছেন মোহাম্মদপুরে বাস মালিককে হত্যা উত্তরায় এপিবিএনের সামনে ট্রাক চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় জনগণ বিক্ষুব্ধ চাঁদপুরে জাহাজে ৭ খুনের মোটিভ শিগগিরই জানতে পারবো : স্বরাষ্ট্র উপদেষ্টা উন্নয়ন কর্মসূচিতে বড় কাটছাঁট

সকল