২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মোবাইল কিনে না দেয়ায় দাদুকে পুড়িয়ে মারল নাতি

মোবাইল কিনে না দেয়ায় দাদুকে পুড়িয়ে মারল নাতি -

দিনাজপুরের খানসামা উপজেলার ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাঝাপাড়া নামক এলাকায় নিহারঞ্জন (৮০) নামের এক ব্যক্তিকে পেট্রোলের আগুনে দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার নাতি রুপম রায়ের বিরুদ্ধে।

জানা যায়, গত ২৩ ডিসেম্বর দাদুর কাছে মোবাইল কিনতে টাকা চাইলে দাদু টাকা না দেয়ায় কথা কাটাকাটির একপর্যায়ে দাদু-নাতি হাতাহাতি হয়। এ সময় রুপম রাগান্বিত হয়ে মোটরসাইকেল থেকে পেট্রোল বের করে তার দাদুর গায়ে ঢেলে আগুন ধরিয়ে দিয়ে হত্যা করার চেষ্টা করে। নিহারঞ্জন চিৎকার করায় পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে (৮০) নীলমাফারী সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানেও অবস্থা বেগতিক দেখে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে নিলে চিকিৎসা চলাকালীন ২৪ তারিখ বিকেলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের বাড়িতে অন্যান্য সদস্যরা উপস্থিত থাকলেও অভিযুক্ত তন্ময় রায় রুপমকে খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রায়হান মেম্বারের কাছে ঘটনার সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আমি পুলিশ এবং এলাকাবাসীর কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে জানতে পারি যে দাদু-নাতির মধ্যে সামান্য ঘটনাকে কেন্দ্র করে রুপম তার দাদুর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং তার পরিবারের লোকদের কাছে জানতে পারি নিহারঞ্জনকে দগ্ধ অবস্থায় নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে আজকে খবর পেলাম যে তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

খানসামা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজমুল হকের কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনার সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আরো সংবাদ



premium cement
নিহত ফায়ার ফাইটার নয়নের পরিবারে শোকের মাতম এক কার্গো এলএনজি ও এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক বলরাম পোদ্দার কারাগারে ছুরিকাঘাতে গাজীপুর মহানগর জামায়াত সেক্রেটারি আহত কুলাউড়ায় নিষিদ্ধ পলিথিন রাখায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময় বাড়ল দেশে পৌঁছেই যা বললেন মিজানুর রহমান আজহারী অবৈধ বিদেশীদের বৈধতা অর্জনের সময় বেঁধে দিলো সরকার ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না : এলজিআরডি উপদেষ্টা ফেসবুকে ১২ দিনের পরিচয়ে প্রেম, গণধর্ষণের শিকার কিশোরী চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সকল