২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পৌষের প্রভাতের আলোয় শীতের জয়

- ছবি : নয়া দিগন্ত

পৌষের কুয়াশাচ্ছন্ন সকালে কুড়িগ্রামের ফুলবাড়ীতে যখন শীতের দাপট ভয়াবহ তখন প্রভাতের উজ্জ্বল আলো যেন শীতকে বিদায় জানানোর বার্তা দেয়। প্রতিদিনের মতো আজও ফুলবাড়ীর মাঠ-ঘাট, নদীর ধারে সূর্যের সোনালি আলো পড়তেই ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে কুয়াশা চাদর।

উপজেলা সুজনেরকুটি গ্রামের কৃষক বেলাল হোসেন জানান, সকাল বেলার সূর্যের আলো পড়তেই জমির ফসল যেন নতুন প্রাণ পায়। শিশির ভেজা ধানক্ষেতের ওপর সূর্যের প্রতিফলন এক অনন্য দৃশ্যের সৃষ্টি করে।

ফুলবাড়ী উপজেলার নওদাবশ গ্রা‌মের কৃষক আব্দুল হাকিম বলেন, ‘শীতের সকালটা অনেক কঠিন হলেও সূর্যের আলো পড়লে মনে হয় যেন প্রকৃতির মাঝে নতুন উৎসাহের সঞ্চার হয়।’

সরেজমিনে ফুলবাড়ীর বাজারে দেখা গেছে, সকালের আলো ফোটার সাথে সাথেই দোকানপাট খুলতে শুরু করে। স্কুলগামী শিশুরা শীতের পোশাক পরে পড়াশোনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গ্রামের মানুষের ব্যস্ততা বাড়ার সাথে সাথে শীতের সকাল পরিণত হয় কর্মব্যস্তময় দিনে।

এভাবে ফুলবাড়ীর প্রান্তরে প্রভাতের আলো যেন প্রকৃতি আর মানুষের মনে শীতের বিরুদ্ধে জয়ের বার্তা ছড়িয়ে দেয়।

এদিকে ফুলবাড়ী উপজেলায় এখন পর্যন্ত প্রশাসন বা কোনো সংস্থাকে শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায়নি।

শীতবস্ত্রের জন্য ছিন্নমূল মানুষের অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে। কুড়িগ্রামের ফুলবাড়ীর প্রত্যন্ত অঞ্চলের শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর এখনই সময়। যথাযথ ব্যবস্থা না নিলে তীব্র শীত আরো অনেকের জীবনকে বিপর্যস্ত করে তুলতে পারে।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানিয়েছেন, আগামী কয়েকদিন কুড়িগ্রামসহ দেশের উত্তরাঞ্চলে নতুন করে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এতে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ সময় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।


আরো সংবাদ



premium cement
মারা গেছেন পল্লীকবি জসীমউদ্দীনের মেজো ছেলে গাড়িকাণ্ড : তিন নেতার সদস্যপদ ফিরিয়ে দিলো বিএনপি ‘অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সবাই এগিয়ে আসতে হবে’ চুয়াডাঙ্গায় ১৪টি স্বর্ণের বারসহ ৩ চোরাকারবারি আটক ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে : জামায়াত আমির ফ্যাসিবাদমুক্ত দেশ নতুনভাবে গড়ার দায়িত্ব সবার : মির্জা ফখরুল ইসলামি বিপ্লব মানে ক্ষমতা দখল নয় : নুরুল ইসলাম বুলবুল বন্দী চুক্তিতে ‘নতুন বাধা’ তৈরি করছে হামাস, অভিযোগ ইসরাইলের সমাজের অগ্রগতিতে আলেমদের ভূমিকা রাখতে হবে : কুবি ভিসি টেপ মোড়ানো বস্তুতে লাথি মারতেই বিস্ফোরণ, অল্পের জন্য বাঁচল প্রাণ এস আলম আন্তর্জাতিক সালিশে গেলে কী হতে পারে

সকল