২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কুড়িগ্রামে সূর্য উঁকি দিলেও মিলছে না উষ্ণতা

কুড়িগ্রামে সূর্য উঁকি দিলেও মিলছে না উষ্ণতা - নয়া দিগন্ত

উত্তরবঙ্গের সীমান্ত ঘেঁষা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সোমবার (২৩ ডিসেম্বর) ভোর থেকে এ অঞ্চলে তাপমাত্রা নেমে এসেছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। সকাল ৮টার দিকে সূর্য উঁকি দিলেও তাতে থাকছে না উষ্ণতা।

ভোরের ঘন কুয়াশা এবং উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা আরো বেড়েছে। বিকেলের পর থেকেই আবারো ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। শীতের এমন প্রকোপে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষজন। দিনমজুর ও শ্রমজীবীদের জীবিকার তাগিদে কাজে বের হতে হচ্ছে। শীতের কাপড়ের অভাব আর প্রচণ্ড ঠান্ডার কারণে ভয়াবহ ভোগান্তি পোহাচ্ছে তারা।

নওদাবশ গ্রা‌মের দিনমজুর নুরজামাল মিয়া বলেন, ‘প্রচুর শীত পড়ছে, কিন্তু কাজ না করলে খাওয়া জুটবে না। তাই বাধ্য হয়েই বের হয়েছি।’

বড়ভিটা ইউনিয়নের চেয়ারম‌্যান আতাউর রহমান মিন্টু বলেন, ‘বেশিভাগ দিনমজুরের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। শীতের তীব্রতায় তাদের জীবনযাত্রা আরো কঠিন হয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয়া প্রয়োজন। সরকারি ও বেসরকারি সহায়তা পেলে কিছুটা হলেও স্বস্তি পাবে এই উপজেলার চর অঞ্চলের শীতার্ত মানুষ।’

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, কু‌ড়িগ্রা‌মে দ্বিতীয় দফায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এই শীতের প্রকোপ ক্রমান্বয়ে বাড়তে থাকবে এবং ঠান্ডার প্রকোপ আরো বেশি হবে।

তি‌নি আরো জানান, সোমবার সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।


আরো সংবাদ



premium cement
ডাবরের পরিবেশনায় বঙ্গ নিয়ে এলো ফ্যামিলি ফিউড বাংলাদেশ দারুল উলূম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা কমরউদ্দিনের ইন্তেকাল নতুন মামলায় সালমান-ইনু-আনিসুলসহ গ্রেফতার ৮ নিরাপত্তা ঝুঁকি বেড়েছে ২ পারের রোহিঙ্গাদের জাবালিয়ায় ইসরাইলি সেনা কর্মকর্তাকে গুলি হামাসের বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের বড় হুমকি রাশিয়া : মেলোনি মুক্তিযোদ্ধার মানহানির ঘটনায় প্রধান উপদেষ্টা কার্যালয়ের নিন্দা গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর ও তার স্ত্রী-কন্যার বিরুদ্ধে মামলা

সকল