কুড়িগ্রামে ছাত্রলীগ-যুবলীগের ২ নেতা গ্রেফতার
- ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
- ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫, আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪, ১০:১৬
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের দু’নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় পৃথক অভিযানে উপজেলার কাশিপুর ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি আরিফুর রহমান (২৫) এবং খড়িবাড়ী বাজার শাখা যুবলীগ সভাপতি বেলাল হোসেন শেখকে (৪৫) গ্রেফতার করা হয়।
গ্রেফতার আরিফুর রহমান উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের আবু ছালেকের ছেলে এবং বেলাল হোসেন শেখ খড়িবাড়ী শেখ পাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।
পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় তারা এলাকায় ফিরলে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের হওয়া ৫ নম্বর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ এবং ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন দায়ের করেছিলেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের দু’নেতাকে গ্রেফতার করা হয়েছে এবং রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা