২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১, ১৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সংস্কারের আগে নির্বাচন নয় : নাগরিক কমিটি

- ছবি : নয়া দিগন্ত

রংপুর মহানগর নাগরিক কমিটির সংগঠক আলমগীর নয়ন বলেছেন, ‘বাংলাদেশের কিছু রাজনৈতিক দল নির্বাচন দেয়ার জন্য চাপ দিচ্ছে, আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বলতে চাই, আগে সংস্কার করতে হবে, বিচার করতে হবে, তার আগে কোনো নির্বাচন দেয়া যাবে না।’

বৃহস্পতিবার রাতে নগরীর টাউন হলে মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতায় দোয়া এবং মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠক রায়হান শরীফ, কেন্দ্রীয় সদস্য কনক প্রমুখ।

আলমগীর নয়ন বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের দালাল ও দোসররা এখনো সারা বাংলাদেশে ফেসবুক এবং সরাসরি প্রোপাগান্ডা ছড়াচ্ছে। যত দ্রুত সম্ভব এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।’

তিনি বলেন, ‘এখনো আমাদের অসংখ্য সহযোদ্ধা ভাই-বোন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, তাদের সু-চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’

তিনি আরো বলেন, ‘আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা চায় না বাংলাদেশে কোনো নতুন রাজনৈতিক বন্দোবস্ত হোক, কোনো রাজনৈতিক দল তৈরি হোক, কারণ নতুন রাজনৈতিক দল তৈরি হলে, তাদের সাথে লেজুরভিত্তিক সম্পর্কটা আর টিকে থাকবে না, তারা ভয় পাচ্ছে, তাই তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বাংলাদেশকে নিয়ে, এলিগেশন নিয়ে আসতেছে।’

আলমগীর নয়ন আরো বলেন, ‘আমি ইন্ডিয়াকে উদ্দেশ্য করে বলতে চাই, ২০০০ ভাই-বোন শহীদ হয়েছে, তাদের রক্তের দাগ এখনো শুকায়নি, কাজেই আমাদেরকে ভয় দেখাবেন না, আমরা রক্ত দেয়া শিখে গিয়েছি। আমাদের ওপর যারা অন্যায় অত্যাচার নিপীড়ন চালিয়েছে তাদের ছাড় নয়। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।’


আরো সংবাদ



premium cement
আবারো দাফন হবে হারিছ চৌধুরীর লাশ, দেয়া হবে রাষ্ট্রীয় মর্যাদা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জামায়াত আমিরের শোক জাতীয় সংসদ নির্বাচনের সুষ্পষ্ট ঘোষণা দিতে হবে : জামায়াত আমির ফিলিস্তিনের মসজিদ পুড়িয়ে দিলো ইসরাইলিরা আ’লীগকে নিষিদ্ধের দাবিতে জেলা-উপজেলায় কর্মসূচি করা হবে : নুর রূপালী ব্যাংকে ডাকাতি : ২ জনের দায় স্বীকার উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে তারেক রহমানের শোক এবার বনশ্রীর আবাসিক ভবনে আগুন ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনের ডাক নাহিদের কোরআন-সুন্নাহর মাধ্যমেই শান্তির সমাজ বিনির্মাণ সম্ভব : জামায়াত আমির উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা সম্পন্ন

সকল