১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে : দুদু

সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু - ছবি : নয়া দিগন্ত

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, আমরা শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে দেশে ফিরিয়ে আনার কথা বলছি না। তিনি যে গণহত্যা করেছেন, লুণ্ঠন করেছেন, লুটপাট করেছেন, ধ্বংসযজ্ঞ চালিয়েছেন সেটার বিচার করতে তাকে আমরা ফেরত আনতে চাই।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুর মহানগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টারে বিভাগীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘নির্বাচনকে আমরা যত হালকাভাবে আমরা নেব, সেটা নাও হতে পারে। সেকারণেই আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন কঠিনও হতে পারে। সেভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনের মাধ্যমে অতীতেও ক্ষমতায় এসেছে। ভবিষ্যতেও নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে বিএনপিকে। আমাদের নেতা তারেক রহমন নতুন উদ্যোগ, নতুন ভাবনা, নতুন চেতনা নিয়ে কাজ শুরু করেছেন। গত ১৬ বছরে যেমন বিএনপিকে তৈরি করেছেন আন্দোলনের জন্য। এখন ক্ষমতা, নতুন বাংলাদেশ নির্মাণ ও গণতন্ত্রের জন্য তিনি বিএনপিকে আরো আধুনিকায়ন, আরো সুশৃঙ্খল, আরো মজবুত করার জন্য সারা দেশে সাংগঠনিক সভা আয়োজন করেছেন।’

তিনি আরো বলেন, ‘আমরা যে লড়াইটা শুরু করেছি। সেই লড়াইটা হচ্ছে মানবতার লড়াই। যে লড়াইটা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই। এ লড়াইটা হচ্ছে ফ্যাসিবাদকে এ দেশ থেকে চিরতরে নিশ্চিহ্ন করা।’

এ সময় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবি নাজনীন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম, পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, গ্রাম সরকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবু, রংপুর মহানগর আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, জেলা সদস্য সচিব আনিছুর রহমান লাকু প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
দেশ গঠনে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে : তারেক রহমান পুতিন যেকোনো সময় ট্রাম্পের সাথে দেখা করতে প্রস্তুত নারায়ণগঞ্জে গাড়ি চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার আবার লোহিত সাগরে বিমানবাহী রণতরী পাঠিয়েছে আমেরিকা একাত্তরের অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন : পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি প্রধান উপদেষ্টা গাজায় যুদ্ধবিরতির বিষয়ে যে সিদ্ধান্ত হলো ভারতশাসিত কাশ্মীরে ২ সেনাসহ নিহত ৫ আমতলীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ নলডাঙ্গায় চালককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই, ৬ ডাকাত গ্রেফতার ভারতের পার্লামেন্ট চত্বরে বিরোধীদের সাথে বিজেপির হাতাহাতি, ২ জন আইসিইউতে বরগুনায় পরকীয়ার জেরে গৃহবধূর আত্মহত্যা

সকল