১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পিআর সিস্টেমের মাধ্যমে জাতীয় সরকার গঠন করতে চাই : চরমোনাই পীর

সমাবেশে বক্তব্য দিচ্ছেন চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম - ছবি : নয়া দিগন্ত

পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধি) সিস্টেমের মাধ্যমে জাতীয় সরকার গঠন করতে চাই মন্তব্য করে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘গত ৫৩ বছরে ধোকার নির্বাচনের মাধ্যমে বিগত সরকার ফ্যাসিস্ট হয়েছে। এবার আমরা জাতীয় সরকার গঠন করতে চাই। যাতে সংখ্যানুপাতিক হারে প্রতিনিধি সংসদে থাকবে। সব দলের সম্পৃক্ততা থাকবে। প্রতিটি ভোটারের মূল্যায়ন করা হবে।’

তিনি বলেন, ‘ভারতের আচরণে আমরা ক্ষুব্ধ, কষ্ট পেয়েছি। আমাদের বাংলাদেশ স্বাধীন তারা স্বীকার করে না। আমরা বাংলাদেশের মানুষ দেশ এবং ইসলামের ব্যাপারে ঐক্যবদ্ধ। যদি ইসলাম ও দেশের ব্যাপারে কোনো ষড়যন্ত্র হয় তাহলে এই দেশের ১৮ কোটি মানুষ তাদের প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।’

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মহানগর ইসলামী আন্দোলনের উদ্যোগে সাত দফা দাবি আদায়ে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় মহানগর সভাপতি আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, মহানগর সেক্রেটারি আমিরুজ্জামান পিয়ালসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

চরমোনাই পীর বলেন, ‘শুধু বিএনপি পিআর সিস্টেম নির্বাচনকে পছন্দ করছে না। কারণ এটা হলে তারা এককভাবে ক্ষমতায় যেতে পারবে না। বিএনপিকে জনগণের কল্যাণের জন্য ক্ষমতার স্বার্থের ঊর্ধ্বে ওঠে দেশ এবং মানবতার কল্যাণে পিআর সিস্টেমে নির্বাচনে আসার আহ্বান জানান তিনি।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে আমি বলবো, আপনারা দেশের জনগণের ভোটে সরকার পরিচালনা করছেন না, দেশ পরিচালনা করছেন না। আপনারা ৫ আগস্টের অভ্যুত্থানের ফসল। দেশ পরিচালনার ব্যাপারে কখনোই যদি জনগণ এবং দেশের অকল্যাণ বয়ে আনে এমন চিন্তা মাথায় আসে তাহলে আবারো আমরা আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবো।’


আরো সংবাদ



premium cement
ম্যাক্রোঁর দামেস্কে কূটনীতিক পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত এরদোগানের মোদির পোস্ট ঘিরে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরল পররাষ্ট্র মন্ত্রণালয় আইরিশদের কণ্ঠস্বর স্তব্ধ করার ক্ষমতা ইসরাইলের নেই : ডাবলিন সরকার চিহ্নিত করবে কোনটা সংস্কার হবে, কোনটা হবে না : বদিউল আলম ট্রাম্প দায়িত্ব নেয়ার আগে জেলেনস্কি ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকে বসছেন নতুন ৮০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে : প্রধান উপদেষ্টা সিদ্ধিরগঞ্জে ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডকে মিটিং করতে বাধা দেয়ায় নিন্দা সোনার দাম আবারো বাড়ল সিলেটে সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি এডিসি দস্তগীর গ্রেফতার কয়েক দিনের মধ্যেই শিক্ষা কমিশন ঘোষণা করা হবে

সকল