১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জয়পুরহাটে রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান - ছবি : সংগৃহীত

জয়পুরহাটে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ছাত্রলীগ নেতার করা একটি মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সরকারপক্ষের আইনজীবী অ্যাডভোকেড শাহনুর রহমান শাহিন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালে লন্ডনে একটি সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে একই বছরের ১৭ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এরপর তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা জয়পুরহাট সদর থানায় ২০১৫ সালের ২৮ মে একটি মামলা করেন। এই মামলার দীর্ঘ শুনানি শেষে তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাকে অব্যাহতি দিয়ে মামলাটি খারিজ করে দেন।

এদিকে মামলা থেকে তারেক রহমান খালাস পাওয়ায় আদালত চত্বরের সামনে থেকে একটি আনন্দ মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেড হেনা কবির, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, মহিলা দলের সভাপতি রুলি চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস
মতিন প্রমুখ।


আরো সংবাদ



premium cement