১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আবু সাঈদ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবি

আবু সাঈদ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবি - ছবি : নয়া দিগন্ত

শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শহীদ আবু সাঈদের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

এ সময় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন সমন্বয়ক শামসুর রহমান সুমন, মো: রাকিব মুরাদ, রহমত আলি, ফাহিম ইয়ালমিন, আশিকুজ্জামান জয়, জাহিদ হাসান জয় প্রমুখ।

এ সময় আবু সাঈদের বিভাগের শিক্ষার্থী সুমন সরকার বলেন, ‘আবু সাঈদ হত্যার চার মাস পার হলেও মামলার এজাহারভুক্ত ছাত্রলীগের ৮৪ জনের মধ্যে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সাবেক প্রক্টরকে গ্রেফতার করলেও আবু সাঈদ হত্যার সাথে সরাসরি জড়িত লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মণ্ডল আসাদ ও গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমানকে গ্রেফতার করতে পারেনি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রহমত আলী বলেন, ‘আবু সাঈদ হত্যায় জড়িতদের পুলিশ দ্রুততম সময়ে গ্রেফতার না করলে ছাত্র-জনতা রংপুরের পুলিশকে মেনে নেবে না। আমরা পুলিশের উদ্দেশে বলতে চাই, সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে রংপুরের মাটিতে কোনো পুলিশের জায়গা হবে না। রংপুরে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, ‘আজকের এই মানববন্ধন থেকে হুঁশিয়ারি করে দিতে চাই, দ্রুততম সময়ে আসামিদের গ্রেফতার করা না হলে পুলিশের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে সাধারণ শিক্ষার্থীরা।’

বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের অনুগতরা পুলিশ প্রশাসনে বহাল থাকায় আসামিরা এখনো ধরা ছোঁয়ার বাইরে থেকে গেছে। আবু সাঈদ হত্যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।’

উল্লেখ্য, শহীদ আবু সাঈদ হত্যা মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে এএসআই সৈয়দ আমীর আলী, কনস্টেবল সুজন চন্দ্র মোহন্ত, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম। এছাড়াও ঢাকায় গ্রেফতার আছেন আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

শহীদ আবু সাঈদ হত্যায় তার বড় ভাই রমজান আলী একটি হত্যা মামলা করেছেন। সেখানে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল