ভূরুঙ্গামারীতে ট্রাক-অটোরিকশার সংর্ঘষে মা-মেয়ে নিহত
- ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
- ১১ ডিসেম্বর ২০২৪, ১৯:১৪
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঘুণ্টিঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ চান্দুনীয়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী মোমেনা বেগম (৪৫) ও তার মেয়ে মুন্নী আক্তার (২৫)।
স্থানীয়রা জানায়, একটি অটোরিকশা যাত্রী নিয়ে ভূরুঙ্গামারীর দিকে যাচ্ছিল। এ সময় ঘুন্টিঘর এলাকায় একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। আর যাত্রীরা মারাত্মক আহত হয়।
পথচারীরা আহতদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্নী আক্তারকে মৃত ঘোষণা করেন।আর রংপুরে নেয়ার পথে মোমেনা বেগম মারা যান।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘুণ্টিঘর এলাকায় রাস্তায় ধান শুকাতে দেয়া হয়েছিল। সেখানে একটি গাছের গুঁড়ি রাখা হয়েছিল। এ কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আর ট্রাকের ড্রাইভার পালিয়ে গেছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা