কুড়িগ্রামে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের চালকের মৃত্যু
- রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম
- ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২
কুড়িগ্রামে পিকআপের ধাক্কায় রবীন্দ্রনাথ রায় (৩৫) নামে এক মোটরসাইকেলের চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী অন্তর রায় (২১) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার রাতে উপজেলার রাজারহাট ইউনিয়নের মণ্ডলের বাজারের সামনে ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
রবীন্দ্রনাথ রায় কুড়িগ্রাম সদর বেলগাছা এলাকার মরহুম টুলুরাম রায়ের ছেলে।
রাজারহাট থানা পুলিশের (ডিএসবি) মো: সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ মৃত অবস্থায় একজনকে উদ্ধার করে। লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা