০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

রংপুর প্রেস ক্লাব মার্কেটের মোবাইলের দোকানে চুরি

রংপুর প্রেস ক্লাব মার্কেটের মোবাইলের দোকানে চুরি করছে চোরের দল - ছবি : নয়া দিগন্ত

রংপুর প্রেস ক্লাব মার্কেটের ছয়টি মোবাইলের দোকানে চুরি সংগঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এ ঘটনা ঘটে।

এ ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চারজন মাকর্স ও হাতে গ্লাভস পরিহিত তরুণ (২৫ থেকে ৩০ বছরের মধ্যে) সকাল ৯টায় প্রেস ক্লাব মার্কেটের তিনতলায় একে একে শেখ টেলিকম, রিণ বেড, ইউনিক গ্যাজেট, এস কে টেলিকম ও রাইয়ান ট্রেডার্সে কাচি দিয়ে তালা কেটে ভেতরে প্রবেশ করে এবং ব্যাগ ভর্তি করে মোবাইল নিয়ে যায়। যাওয়ার সময় আবার সার্টার নামিয়ে দিয়ে চলে যায়। আধা ঘণ্টার মধ্যে তারা এ কাজ করে সটকে পড়ে।

খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশ ও সিআইডি ক্রাইম সিন ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ‘আমরা ক্রাইম সিন দিয়ে ঘটনাস্থল রেকি করেছি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। অভিজ্ঞ চোরের দল কাজটি করেছে। তারা গ্লাভস পড়ে প্রতিটি স্থানে হাত দিয়েছে। মনে হচ্ছে, চোরের দল বাইরের। এ ঘটনায় মামলা হবে। চোরদের ধরতে এরই মধ্যে আমরা অভিযান শুরু করেছি। তথ্য প্রযুক্তির সহায়তা নেয়া হচ্ছে।’

প্রসঙ্গত, এ ঘটনার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে ২১ ঘণ্টা সড়ক অবরোধ করে ব্যবসায়ীরা। এ সময় সকাল থেকেই ব্যবসায়ীরা মার্কেটের সব দোকান বন্ধ রেখেছেন।

ব্যবসায়ীরা জানায়, প্রায় দেড় কোটি টাকার মোবাইল ফোন চুরি হয়েছে।

প্রেস ক্লাব মার্কেটের সভাপতি রোস্তম আলী জানান, ‘এ ঘটনায় আমরা মামলা করবো। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা চোরদের ধরতে চেষ্টা করছে। আমরাও তাগিাদা দিয়ে সময় বেঁধে দিয়েছি। যদি পুলিশ ব্যর্থ হয় তাহলে আমরা সিদ্ধান্ত নিয়ে পরবর্তী বিষয়ে জানাবো।’


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল