রংপুরে ছাত্রীনিবাস থেকে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
- সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো
- ০৩ ডিসেম্বর ২০২৪, ১৫:৫০
রংপুর মহানগরীর একটি ছাত্রীনিবাস থেকে জয়শ্রী বর্মণ (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে আলম ছাত্রীনিবাসে এ ঘটনা ঘটে।
জয়শ্রী লালমনিরহাটের আদিতমারি সদর ইউনিয়নের বিমেশ্বর বর্মনের মেয়ে। তিনি কারমাইকেল কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন ও দ্বিতীয়বার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, ‘সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে আমরা নগরীর চারতলার মোড়ের আলম ছাত্রীনিবাসের নিচ তলা থেকে ফ্যানের সাথে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে আতাউর রহমান আরো জানান, ‘সোমবার রাতে কোনো একজনের সাথে প্রায় দু’ঘণ্টা ফোনে কথা হয়েছে তার। সকাল ৯টার দিকে তার রুমমেট বাহিরে চলে গেলে এই ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা তাকে ডেকে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখে ফ্যানের সাথে তার লাশ ঝুলে আছে। মোবাইল ফোন এবং অন্য সূত্র ধরে ঘটনাটির বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় তার পরিবারকে খবর দেয়া হয়েছে। পরবর্তী আইনিব্যবস্থা নেয়া হবে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা