০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ন ১৪৩১,
`

রংপুরে ভারতীয় পণ্য ও মিডিয়া বর্জনের ডাক

রংপুরে ভারতীয় পণ্য ও মিডিয়া বর্জনের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - ছবি : নয়া দিগন্ত

রংপুরে ভারতীয় পণ্য ও মিডিয়া বর্জনের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসাথে বাংলাদেশের বিরুদ্ধে ভারত ষড়যন্ত্র বন্ধ না করলে বাংলাদেশের সকল ভারতীয় দূতাবাস বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (২ ডিসেম্বর) রাতে প্রেসক্লাবের সামনে রংপুর জেলা ও মহানগর কমিটি এবং রোকেয়া বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী আন্দোলন ভারতকে এ হুঁশিয়ারি দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো প্রেসক্লাবে এসে সমাবেশ করে তারা। এ সময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটি রংপুরের সদস্য সচিব আলমগীর নয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা আহ্বায়ক ইমরান হোসেন, মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, জেলা সদস্য সচিব ডা. আসফাক আহমেদ জামিল, মহানগর সদস্য সচিব রহমত জেলা মুখপাত্র ইয়াসির আরাফাত, মহানগর মুখপাত্র নাহিদ হাসান খন্দকার প্রমুখ।

অন্যদিকে রাত সাড়ে ৯টায় শহীদ আবু সাঈদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রোকেয়া বিশ্ববিদ্যালয়। মিছিলটি পার্কের মোড় হয়ে মডার্ন মোড় ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয়ক শামসুর রহমান সুমন, মো: রাকিব মুরাদ, রহমত আলি, ফাহিম ইয়ালমিন, আশিকুজ্জামান জয়, জাহিদ হাসান জয় প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে ভারতকে দিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা চালিয়েছে। আমরা মুসলমানরা সম্প্রীতিতে বিশ্বাস করি। যতটুকু বেড়েছেন, সেখানেই থেমে যান। তা না হলে কঠোর পরিণতির জন্য অপেক্ষা করতে হবে ভারতকে।’

বক্তারা আরো বলেন, ‘হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বাংলাদেশের ভারতীয় কোনো দূতাবাস আস্ত থাকবে না। ভারতকে আগ্রাসী মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। কারণ এখন আর তাদের বুবু নেই। তারা বুবুকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যে আগ্রাসন চালিয়ে যাচ্ছে তা ছাত্র-জনতা মেনে নিবে না।’

এ সময় বক্তারা ভারতীয় মিডিয়া ও পণ্য বর্জন করার আহ্বান জানান দেশবাসীকে।

তারা বলেন, ‘উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে অন্তর্বর্তী সরকারকেই। তা না হলে ভারত ইসকনকে দিয়ে উস্কানির মাধ্যমে দেশে অরাজক সৃষ্টির চেষ্টা অব্যাহত রাখবে।’


আরো সংবাদ



premium cement
চোরতন্ত্রে পরিণত হয় দেশ বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা বিএনপি ক্ষমতা পেলে ফ্যামিলি ও ফার্মার্স কার্ড দেয়া হবে পশ্চিমতীরকে যুক্ত করে নিতে ইসরাইলের খসড়া পরিকল্পনা তৈরি দেশ স্থিতিশীল রাখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : ডা: শফিক তাঁবেদার রেজিম উৎখাতে ভারতের নীতিনির্ধারকরা এখন বেসামাল বাংলাদেশী সংখ্যালঘুদের দলে দলে ভারত পালানোর তথ্য সঠিক নয় ৫ আগস্টের পর ভারতের সাথে সম্পর্কে সমস্যা চলছে : পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে মোদির কাছে আবদার মমতার মুক্তিযুদ্ধ চূড়ান্ত অধ্যায়ে রূপ নেয়

সকল