পাশের দেশের মিডিয়া আমাদের সম্পর্কে অনেক মিথ্যা প্রচার করে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো
- ০২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮, আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৭
বাংলাদেশ নিয়ে পাশের দেশের গণমাধ্যম অনেক মিথ্যা খবর প্রচার করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় রংপুরের পীরগঞ্জের বাবুনপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং পরিবারের খোঁজ-খবর শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইসকন নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। পরিকল্পনা হলে আপনারা জানতে পারবেন।’
এ সময় উপস্থিত সাংবাদিকরা ঢালাও মামলার বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘ঢালাও মামলার ক্ষেত্রে যারা মিথ্যা মামলা দিচ্ছে। আমরা তাদেরও আইনের আওতায় আনব। মিথ্যা মামলায় যেন কাউকে শাস্তি পেতে না হয়, সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। আমরা কমিটিও করে দিচ্ছি। যে কমিটি এটা ইনভেস্টিগেশন করে দেখবে। ডিসি, এসপি এবং লিগ্যাল অফিসারদের দিয়ে কমিটি করা হচ্ছে। তারাও এটা দেখবে। আসলেই যারা দোষী, শুধু তাদের ক্ষেত্রেই আইনানুগ ব্যবস্থা আমরা নেব। আর যারা নিদোর্ষ, তারা অবশ্যই ছাড়া পাবেন।’
আইন-শৃঙ্খলা পরিস্থিতি-বিষয়ক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সময় দিতে হবে। সবাইকে একটু ধৈর্য্য ধরতে হবে। দেশের উন্নতির জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি, যাই কিছু বলেন না কেন। সবাই একসাথে কাজ করলে সবকিছুরই উন্নতি হয়ে যাবে।’
দুর্নীতির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি মিডিয়ার কাছে অনুরোধ করব, আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন। যদি আমাদের ভেতর কোনো দুর্নীতি পান, সেটাও প্রকাশ করেন। যদি আমারো কোনো দুর্নীতি পান, আপনারা সেটাও প্রকাশ করেন।’
তিনি বলেন, ‘পুলিশের সিলেকশন হচ্ছে। যদি কোনো অনিয়ম পান, আপনারা প্রকাশ করেন। এখানে এসপি সাহেবরা আছেন। দেখেন জিজ্ঞাসা করেন, আমরা কারো জন্য রিকোয়েস্ট করেছি কি না। আমরা চাচ্ছি, একটা ফেয়ার সিলেকশন হয়ে যাক। আপনারা সবসময় বলতেন পুলিশের ভর্তি-বাণিজ্য। এবার কোনো ধরনের বাণিজ্যের খবর আপনারা দিতে পারেন নাই। যদি কোনো ধরনের বাণিজ্য হয়ে থাকে। আপনারা প্রকাশ করেন, আমরা অ্যাকশন নেব।’
জানা গেছে, দুপুরে ২টায় তিনি রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে রংপুর রেঞ্জের সকল জেলা পুলিশ ইউনিট, মেট্রোপলিটন পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টাগর্ড, আনসার ওভিডিপি, কারা অধিদফতর, ফায়ার সার্ভিস, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। পরে বিকেলে তিনি রংপুর অঞ্চলের কৃষি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করবেন।
উল্লেখ্য, এর আগে সকালে হেলিকপ্টারে বেলা ১১টায় পীরগঞ্জের মেরিন অ্যাকাডেমি হ্যালিপ্যাডে অবতরণ করেন। পরে সেখান থেকে অন্য কর্মসূচিতে যোগ দেবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা