গোবিন্দগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
- গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
- ২৯ নভেম্বর ২০২৪, ১৯:৩৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মসজিদ কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষে কিনু (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ নভেম্বর) গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মালাধর গ্রামের মালাধর জামে মসজিদে এ সংঘর্ষ হয়।
জানা যায়, গত ২৩ নভেম্বর মুসল্লিদের উপস্থিতিতে মালাধর জামে মসজিদের পরিচালনা কমিটি গঠিত হয়।
এলাকাবাসী অভিযোগ করেন, মসজিদ পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারি জাহাঙ্গীর আলম মেম্বার এটি মেনে নিতে পারেননি। এ কারণে শুক্রবার জুমার নামাজের পর পরিকল্পিতভাবে নির্বাচিত কমিটির সদস্যদের উপর হামলা চালান তিনি। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। একপর্যায়ে মুসল্লি কিনু মাথায় আঘাত পান। আহত কিনুকে গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়ার পর তিনে মারা যান। নিহত কিনু মালাধর কানিপাড়া গ্রামের হাসিমুজ্জামানের ছেলে বলে জানা গেছে।
এদিকে উভয় পক্ষই দাবি করছে, নিহত কিনুক তাদের লোক। তবে কিনুর পারিবারিক সূত্র জানিয়েছে, কিনু কোনো পক্ষের নন। তিনি একজন সাধারণ মুসল্লি। নিহতের লাশ গোবিন্দগঞ্জ থানায় নেয়া হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। ফেরার পর বিস্তারিত বলতে পারব। এ ঘটনায় কোনো মামলা হয়নি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা