২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শীতে কাঁপছে তেঁতুলিয়া

শীতে কাঁপছে তেঁতুলিয়া - সংগৃহীত

উত্তরের জনপদ পঞ্চগড়ের দিনের তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রির ঘরে থাকলেও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রার পারদ ১৩ থেকে নেমে ১১ ডিগ্রির ঘরে এসেছে। কনকনে শীতে কাঁপতে শুরু করেছে হিমপ্রবন এলাকার মানুষ।

শুক্রবার (২৯ নভেম্বর) ভোর ৬টায় তেঁতুলিয়ার তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি বছরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সকালে বাংলাদেশে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো: হাফিজুল রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।


আরো সংবাদ



premium cement