‘আইনজীবিকে হত্যা করে ইসকন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে’
- রংপুর ব্যুরো
- ২৭ নভেম্বর ২০২৪, ২১:৪৩
চট্টগ্রামে আইনজীবিকে হত্যা করে ইসকন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে মন্তব্য করে রংপুরে জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, ‘সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোসরদের কারণে আইনশৃঙ্খলা বাহিনী গণহত্যাকারীদের গ্রেফতার করছে না। অবিলম্বে আওয়ামী লীগ এবং ইসকনকে নিষিদ্ধ করে তাদের আইনের আওতায় আনতে হবে।’
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগেরর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
এর আগে নগরীর লালবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পার্কের মোড়, শহীদ আবু সাঈদ চত্বর হয়ে মডার্ন মোড়ের বটতলায় গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও।
মহানগর শিবির সভাপতি গোলাম জাকারিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুল হুদার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় ক্রিড়া সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার সদস্যসচিব ডা. জামিল হোসেন ও মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন। এ সময় আরো বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সোহেল রানা, জেলা দক্ষিণ সভাপতি মেহেদী হাসান, জেলা উত্তর সভাপতি মুজাহিদ, কারমাইকেল কলেজের সভাপতি মেহেদী হাসান।
এ সময় বক্তারা বলেন, ‘রিকশা লীগ, আনছার লীগ, কিস্তি লীগ ও ইসকন লীগসহ বিভিন্ন ব্যানারে আওয়ামীলীগ ফিরে এসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা