২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইসকনকে নিষিদ্ধের দাবিতে হাবিপ্রবিতে বিক্ষোভ

ইসকনকে নিষিদ্ধের দাবিতে হাবিপ্রবিতে বিক্ষোভ - নয়া দিগন্ত

চট্টগ্রামে আদালত প্রাঙ্গনে ইসকন-সমর্থক কর্তৃক আইনজীবীকে হত্যার প্রতিবাদ ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

এতে দেড় হাজারের বেশি শিক্ষার্থীর উপস্থিতি দেখা যায়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘সনাতন-মুসলিম ভাই-ভাই, বাংলাদেশে ইসকনের কোনো ঠাঁই নাই’, ‘সনাতন-মুসলিম ভাই-ভাই, হাবিপ্রবিতে ইসকনের ঠাঁই না’, ‘অ্যাকশান অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান, ইসকনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘জঙ্গিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা’-সহ বিভিন্ন স্লোগান দেয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে ইসকন কর্তৃক আইনজীবী হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা সনাতন-মুসলিম ভাই-ভাই। সনাতন আর ইসকনকে আমরা আলাদা মনে করি। ইসকন মূলত একটি উগ্রবাদী সংগঠন। বাংলাদেশে ভারতীয় অ্যাজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে ইসকন। আর ইসকনকে সমর্থন দিয়ে যারাই মাঠে নামবে আমরা তাদেরকে প্রতিহত করার জন্য সবসময় প্রস্তুত। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেনো ইসকনকে উগ্রবাদী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে।’

এ সময় তারা আরও বলেন, ‘ছাত্রশিবির বলেন, ছাত্রদল বলেন, তাবলীগ বলেন- এই বিষয়ে আমরা সবাই একতাবদ্ধ। আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে যে বা যারা ষড়যন্ত্র করছে বা করবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র রুখে দেবো।’

আগামীকাল বুধবার জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের (৩৫) গায়েবানা জানাজা এবং জানাজা শেষে আবারো বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।


আরো সংবাদ



premium cement