২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ

- ছবি : প্রতীকী

রংপুরের মিঠাপুকুরে বিয়ের প্রলোভনে আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে এক নারীকে চার বছর ধরে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার লতিবপুর ইউনিয়নের খোসালপুর গ্রামের আশরাফ আলীর ছেলে এবং লতিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি কামরুজ্জামান ওরফে জামান (৪০) পেশায় একজন বই বিক্রেতা। সেইসাথে গ্রামে একটি মাছের খামারও রয়েছে তার। সেই খামারে ওই নারী জীবিকার তাগিদে কাজ করতেন। এই সুযোগে ওই নারীর সাথে কামরুজ্জামান প্রেমের সম্পর্ক তোলেন ও বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে মাছের খামার, ওই ভুক্তভোগীর বাড়ি এবং ঢাকায় একটি বাসা ভাড়া করে শারিরীক সম্পর্ক স্থাপন করেন।

সূত্রে আরো জানা গেছে, এক পর্যায়ে ঢাকায় ভাড়া বাসায় ওই নারীকে নিয়ে বসবাস শুরু করেন। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত এভাবে চলতে থাকে প্রেমের সম্পর্ক। সম্প্রতি কামরুজ্জামান গ্রামের বাড়িতে চলে আসেন। পরে যোগাযোগ বন্ধ করে দেন। বাধ্য হয়ে ওই নারী গত শুক্রবার কামরুজ্জামানের মাছের খামারে যান। সেখানে আবারো ধর্ষণ করেন।

ভুক্তভোগী ওই নারী জানান, বিয়ের আশ্বাসে কারুজ্জামান আমাকে নিজের স্ত্রীর মতো ব্যবহার করেছে। আমার স্বামী এবং সন্তানদের সাথে কোনো যোগাযোগ রাখতে দেয়নি। প্রায় সময় আমাকে ব্ল্যাকমেইল করে অনৈতিক কাজ করতে বাধ্য করেছেন। তিনি এখন বলছেন, ‘আমাকে বিয়ে করা তার পক্ষে সম্ভব নয়।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, ‘কামরুজামান আওয়ামী লীগের নেতা হওয়ায় প্রায়ই এসব কর্মকাণ্ড করতেন। মানুষকে ভয় দেখিয়ে অর্থসহ ইজ্জত লুটে নিতেন। তার কঠোর শাস্তি দাবি করেন তারা।

অভিযুক্ত কামরুজামান বলেন, ‘এই বিষয়ে আমি কিছুই বলতে চাই না। আপনারা যা লেখার লেখেন, কিছু যায় আসে না।’

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘অভিযোগের তদন্ত করা হচ্ছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আরো সংবাদ



premium cement
গণমাধ্যমের ওপর হামলা সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টার প্রেস সচিব জাপানে রকেট পরীক্ষাস্থলে ভয়াবহ আগুন সিলেটে ইউপি চেয়ারম্যানসহ আটক ৩ আদানির সাথে বিদ্যুৎ চুক্তি : হাইকোর্টের লিখিত আদেশ প্রকাশ কুমিল্লা সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক এশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার পাল্টা হুমকি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন

সকল