২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৪টি সংস্কার করলেই অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে পারবে : মোস্তাফিজার রহমান

প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিচ্ছেন মোস্তাফিজার রহমান মোস্তফা - ছবি : নয়া দিগন্ত

চারটি সংস্কার করলেই অন্তর্বর্তী সরকার একটি লেবেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে নির্বাচন দিতে পারবে মন্তব্য করে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ‘১০০ দিন পার হলেও নির্বাচনের কোনো রোডম্যাপ না হওয়ায় ধোয়াশা তৈরি হয়েছে।‘

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরের দকে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসিরের সভাপতিত্বে আরো বক্তব্য দেন অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রশিদ সরকার, যুগ্ম মহাসচিব হাজি আব্দুর রাজ্জাক প্রমুখ।

মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘এই সরকারকে দ্রুত নির্বাচন কমিশন সংস্কার, আইনশৃঙ্খলা বাহিনী সংস্কার, সচিবালয় সংস্কার এবং ‍পুলিশ বাহিনীকে সংস্কার করে নির্বাচনের তালিকা ঘোষণা করতে হবে। এই সরকারের কাছে যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। এসব বিষয়ে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।‘

মোস্তফা বলেন, ‘আমরা রাজনৈতিক দল নিষেদ্ধের পক্ষে নই। রিফর্ম হতে পারে। আওয়ামী লীগের যারা দোষী তাদের আইনের আওতায় এনে বিচার করেন। কিন্তু যারা নির্দোষ তারা কেন বঞ্ছিত থাকবে। আমরা চাই সকলের অংশগ্রহণে নির্বাচন হোক।’

জাপার এই নেতা বলেন, ‘আমরা চাই যারা ছাত্র-জনতার অভ্যূত্থানে হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা আওয়ামীলীগ, জাতীয় পার্টি, পুলিশ কিংবা যতবড় শক্তিশালী আমলাই হোক তাদেরকে আইনের আওতায় এনে বিচারেরব্যবস্থা করা হোক।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে ডাকলেও আমরা আছি। না ডাকলেও আমরা আছি। আমাদেরকে ডাকা হবে কিনা সেটা সামনে দেখা যাবে। যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা বা পরিষদের পক্ষ থেকে এ বিষয়ে কথা বলা না হবে ততক্ষণ পর্যন্ত এ বিষয়ে আমরা কথা বলতে চাই না।’

প্রতিনিধি সম্মেলনে রংপুর বিভাগের মহানগর, জেলা, উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা বৈঠকে উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা রাশিয়ার সেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সম্পর্কে যা জানা গেছে বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : উপদেষ্টা বৈষম্যহীন রাষ্ট্র পেতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে : সাকি নাটোরে বাসে তল্লাশি, সাড়ে ৯ লাখ জাল নোটসহ গ্রেফতার ৫ জনগণ সংস্কার কম বুঝে, আগে জিনিসপত্রের দাম কমান : গয়েশ্বর রায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৬ চুয়াডাঙ্গায় ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণের গহনা জব্দ চৌদ্দগ্রাম প্রেসক্লাবের নতুন সভাপতি ফরায়েজী ও সেক্রেটারি বেলাল ফ্যাসিবাদ মোকাবেলায় আলেমদের ঐক্যবদ্ধ হয়ে কাজ থাকতে হবে : রফিকুল ইসলাম খান

সকল