২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ন ১৪৩০, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কলেজছাত্র লিশাদ হত্যার রহস্য উন্মোচন, নেপথ্যে পরকীয়া

কলেজছাত্র লিশাদ হত্যার রহস্য উন্মোচন, নেপথ্যে পরকীয়া - ছবি : নয়া দিগন্ত

চাঞ্চল্যকর কলেজছাত্র খালিদ বিন লিশাদ (১৯) হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ইতোমধ্যে এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকারও করেছেন আসামি মিনারা আক্তার মিনু। হত্যার সাথে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার (২০ নভেম্বর) দুপুরে লিশাদ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম।

কিশোরগঞ্জ থানা সূত্র জানায়, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের ওয়াহিদের (৪০) সাথে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মিনারা আক্তার মিনুর (৩০) সাথে বিবাহ হয়। একপর্যায়ে মিনারার সাথে কলেজছাত্র লিশাদের পরকীয়া সর্ম্পক গড়ে উঠে। পরকীয়ার ঘটনা থেকে লিশাদ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করে পুলিশ।

এদিকে কলেজছাত্র খালিদ বিন লিশাদ হত্যার ঘটনায় ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের রুস্তমের ছেলে ওয়াহিদকে (৪০) ঢাকার মোহাম্মপুর থেকে গ্রেফতার করে র‌্যাবের যৌথ অভিযান টিম। পরে ওয়াহিদের স্বীকারোক্তির ভিত্তিতে মামলার অন্যতম আসামি মিনারাকে (৩০) ঢাকার বাড্ডার মরাগলি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের কিশোরগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব। মিনারাকে জিজ্ঞাসাবাদে তিনি খুনের সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনার সাথে অন্য জড়িতদের বের করার চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ। অন্যদিকে লাশ উদ্ধারের দিন হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে মিনুর ভাই গোলাম রব্বানীকে আটক করে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ।

১২ নভেম্বর সকালে নিতাই ইউনিয়নের চাড়ালকাটা নদী থেকে খালিদ বিন লিশাদের লাশ উদ্ধার করে পুলিশ। লাশের মুখ ঝলসে দেয়ায় পরনের কাপড় দেখে তার বাবা লাশটি শনাক্ত করে। এদিকে লিশাদের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে ১৪ নভেম্বর মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবাসী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। জিজ্ঞাসাবাদে মিনারা নিজে হত্যার কথা স্বীকার করলেও কারা এ ঘটনার সাথে জড়িত তা বের করা যায়নি। লিশাদ হত্যার ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে সার রফতানির আগ্রহ রাশিয়ান ফেডারেশনের হাইকোর্টের আদেশে ৬ বছর পর খুলছে সিলেটের পাথর কোয়ারি উস্কানিতে কান না দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান উপদেষ্টা আসিফের বৃহস্পতিবার ঢাকা ও সিটি কলেজে সব ক্লাস বন্ধ আলেমরাই একদিন এ দেশের নেতৃত্ব দেবে : ধর্ম উপদেষ্টা গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত সাফজয়ী মনিকা চাকমাকে সংবর্ধনা দিলো সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন কপ-২৯ সম্মেলনে পর্যাপ্ত জলবায়ু অর্থায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানোর কাজ শুরু হবে ১০ ডিসেম্বর : আইন উপদেষ্টা ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ২৪ বাংলাদেশী সিলেটে ডিবির হাতে ১৪৫ বস্তা চোরাই চিনিসহ আটক ৪

সকল