১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রংপুরে সাংবাদিকের মাকে পিটিয়ে আহতের ঘটনায় গ্রেফতার ২

সাংবাদিকের মাকে পিটিয়ে আহতের মামলায় দু’জন গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

রংপুরের বদরগঞ্জে সাংবাদিকের মাকে পিটিয়ে আহতের মামলায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ নভেম্বর) তাদেরকে থানা থেকে আদালতে এনে বিচারকের কাছে সোপর্দ করা হয়।

জানা যায়, গত শুক্রবার বদরগঞ্জ উপজেলার লোহানী পাড়া ইউনিয়নের উত্তর মাদাইখামার গ্রামে সাংবাদিক রিয়াদুল ইসলামের ধানখেত প্রতিবেশী সাইফুল ইসলামের গরুর বাছুর নষ্ট করে ফেললে সেখানে থেকে বাছুর নিয়ে যাওয়ার জন্য বলেন সাংবাদিকের মা আনজুয়ারা বেগম। এতে ক্ষিপ্ত হয়ে বাছুরের মালিক প্রতিবেশী সাইফুল ইসলামের স্ত্রী সাগরী বেগম তাকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যান। সাংবাদিকের মা জমি থেকে বাড়িতে চলে যান।

কিছুক্ষণ পর সাগরী বেগম, তার স্বামী সাইফুল, ছেলে শাকিল ও রাকিব, গোলজার হোসেন ও তার স্ত্রী রেবেকা বেগমসহ কয়েকজন মিলে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে সাংবাদিক রিয়াদের মা আনজুয়ারাকে বাড়ি থেকে টেনে হেঁচড়ে বের করে আনেন। লাঠি ও রড দিয়ে বেধড়ক পেটাতে থাকেন। একপর্যায়ে তার পরিধেয় শাড়িসহ খুলে ফেলেন। তাকে বাধা দিতে এলে সাংবাদিকের নানি ফাতেমা বেগমকেও মারধর করেন হামলাকারীরা। স্থানীয়রা এ ঘটনার প্রতিবাদ করলে মুমূর্ষু অবস্থায় তাকে ফেলে রেখে যান হামলাকারীরা। পরিবারের লোকজন ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ট্রিপল নাইনে ফোন পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তাদের প্রাথমিক জবানবন্দি শোনেন।

এ ঘটনার ভিডিও ফুটেজ ও থানায় অভিযোগ করলেও মামলা না হওয়া ও আসামিদের গ্রেফতার না করার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সেটি নজরে আসে পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিনের। তার তাৎক্ষণিক নির্দেশে রোববার (১৭ নভেম্বর) রাতে মামলা রেকর্ড করে পুলিশ। রাতেই অভিযান চালিয়ে গ্রেফতার করে সাইফুল ও গোলজারকে।

সাংবাদিক রিয়াদুল ইসলামের অভিযোগ, ‘রাতে পুলিশ শাকিলসহ অন্য নামীয় আসামিদের বাড়ি থেকে আটক করলেও স্থানীয় লোহানীপাড়া ইউনিয়নের দফাদার জামসেদের মধ্যস্ততায় শাকিলসহ অন্যদের ছেড়ে শুধু দু’জনকে গ্রেফতার করে নিয়ে যায়। রিয়াদ জানান, অভিযুক্তরা সবাই আওয়ামী লীগের সাবেক এমপি ডিউক ও টুটুলের আস্থাভাজন হিসেবে পরিচিত। বিগত ১৬ বছর তারা আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ওই এলাকার সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি ও নির্যাতন করেছেন। তাদের কোনো অন্যায়ের প্রতিবাদ করলেই তার ওপর নির্যাতন নেমে আসত। ৫ আগস্টের পরেও তারা আগের মতোই প্রভাব খাটাচ্ছে। আমার মা ধানখেত নষ্ট করার কথা বলায় তারা যেভাবে আমার মাকে টেনে হেঁচড়ে এনে লাঠিপেটা করেছেন সেটা কোনো সভ্য সমাজে হতে পারে না।’

সাংবাদিক রিয়াদ বলেন, ‘মামলা করার পর উল্টো তারা নানাভাবে হুমকি ধামকি দিচ্ছেন। আমি আমার পরিবারের নিরাপত্তা এবং আমার মাকে যারা নির্মমভাবে পিটিয়েছেন তাদের যথাযথ বিচার দাবি করছি।’

এ বিষয়ে রংপুর পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, ‘বদরগঞ্জ থানার ওসির পদ শূন্য ছিল। পরশু নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু তিনি যোগ দেননি। এছাড়াও ওসি (তদন্ত) তিন দিনের প্রশিক্ষণ ছুটিতে ছিলেন। সে কারণে থানায় মামলার বিষয়টি তৈরি থাকলেও রেকর্ড করা সম্ভব হয়নি। বিষয়টি আমার নলেজে আসার ২০ মিনিটের মধ্যে মামলা রেকর্ড হয়েছে। দু’জন আসামিকে গ্রেফতারও করা হয়েছে। আটক করার পর কাউকে পুলিশ ছেড়ে দিয়েছে এ ধরনের ঘটনার সত্যতা থাকলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’


আরো সংবাদ



premium cement
গাজায় গত মাস থেকে এ পর্যন্ত ৩০ ইসরাইলি সেনা নিহত পুলিশ ভেরিফিকেশনে থাকছে না রাজনৈতিক বিবেচনা গাজীপুরে দুই কারখানা শ্রমিকদের মহাসড়ক অবরোধ, কারখানায় আগুন রোহিঙ্গা, কাশ্মির ও ফিলিস্তিন সমস্যার সমাধান করতে হলে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে : ব্রুনাই রাষ্ট্রদূত সংস্কার নাকি নির্বাচন- কোনটি আগে ৪৬তম বিসিএসের ফল নতুন করে প্রকাশের সিদ্ধান্ত কল্পিত দেশের সূচনার জন্য সকলকে এগিয়ে আসতে হবে : তারেক রহমান শুধুমাত্র নির্বাচন দেওয়াই এই সরকারের কাজ নয়: উপদেষ্টা নাহিদ পাচার হওয়া টাকা ফেরত আনতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা জামায়াত আমিরের শের-ই-বাংলা মেডিক্যালের সাবেক ছাত্রসমিতি গঠিত নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল কেন জরুরি

সকল