১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

লালমনিরহাটে অবৈধ জমিতে গড়ে তোলা সাবেক মন্ত্রীপুত্রের ব্যক্তিগত পার্ক উচ্ছেদ

লালমনিরহাটে অবৈধ জমিতে গড়ে তোলা সাবেক মন্ত্রীপুত্রের ব্যক্তগত পার্ক উচ্ছেদ - ছবি : নয়া দিগন্ত

লালমনিরহাটে রেলওয়ের জমিতে গড়ে তোলা সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদের ব্যক্তিগত পার্ক উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এর আগে বুড়িমারী রেলরুটের এই অবৈধ স্থাপনা উচ্ছেদের করতে এসে সাবেক মন্ত্রীপুত্রের বাধার মুখে রেলওয়ে কর্মকর্তারা ব্যর্থ হয়ে ফিরে যান। দলীয় নেতাকর্মী ও বন্ধুদের নিয়ে আড্ডা দেয়ার জন্য তিনি প্রায় ৭০ শতাংশ জায়গা দখল করে এই বিনোদন পার্ক তৈরি করেন।

অবৈধভাবে এ স্থাপনাটি গড়ে তুলতে রাকিবুজ্জামান জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দফতর থেকে ভিন্ন নামে ২০টি প্রকল্পের মাধ্যমে দেড় কোটি টাকা তুলেছেন বলে অভিযোগ আছে। সরকারি টাকায় তিনি ব্যক্তিগত ওই পার্ক তৈরি করেছেন। অথচ সেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ ছিল।

গত ৫ আগস্ট তীব্র গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হওয়া থেকে নুরুজ্জামান আহমেদ ও রাকিবুজ্জামান পলাতক আছেন। তাদের দু’জনের বিরুদ্ধেই পৃথক হত্যা মামলা হয়েছে।

জানা গেছে, ২০২২ সালের এপ্রিল পর্যন্ত তুষভাণ্ডার রেলওয়ে স্টেশনের পাশের জায়গাটিতে এলাকার দরিদ্র লোকজন বসবাস করতো। পাশে অস্থায়ী দোকান বসিয়ে বিভিন্ন পণ্যের ব্যবসা করতেন। কিন্তু রাকিবুজ্জামান আহমেদ দলীয় ক্ষমতা দেখিয়ে ওই ঘরবাড়ি ও দোকানপাট উঠিয়ে দিয়ে জায়গাটি দখলে নেয়। প্রথমে টিন দিয়ে ঘিরে ফেলেন। পরে জায়গাটির চারদিকে ইটের প্রাচীর দেয়া হয়। মূল ফটকের ওপর বসান কংক্রিটের নৌকা। পাশে অবৈধভাবে তৈরি করেন আওয়ামী লীগ অফিস।

রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ভূ-সম্পত্তি কার্যালয় সূত্রে জানা যায়, রেলওয়ের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের শুরুতেই সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে চিঠি দিয়ে কাজ বন্ধ রাখতে বলা হয়েছিল। কিন্তু তিনি এর তোয়াক্কা করেননি।

রেলওয়ের বিভাগীয় সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা (ডিইও) আব্দুর রাজ্জাক বলেন, ‘রেলওয়ের জায়গার ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করার প্রস্তুতি আছে। এ মাসেই সেখান থেকে সব স্থাপনা উচ্ছেদ করা হবে।

একাধিক মামলার আসামি নুরুজ্জামান আহমেদ ও রাকিবুজ্জামান আহমেদ পলাতক থাকায় বিষয়টি নিয়ে কথা বলার সুযোগ হয়নি।


আরো সংবাদ



premium cement
সোনারগাঁওয়ে চাঁদাবাজ ও দখলবাজদের প্রতিহত করার আহ্বান বিএনপির মির্জাগঞ্জে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেফতার অভিযোজন তহবিল বৃদ্ধির আহ্বান উপদেষ্টা রিজওয়ানা হাসানের আবু সাঈদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর গ্রেফতার ‘সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি রোধে যথাসাধ্য চেষ্টা করছে’ সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে : এ্যানি হাটহাজারীতে আ'লীগের ৬ নেতা কর্মী গ্রেফতার চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করে প্রজ্ঞাপন রাবিতে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আইন বিভাগ ভাংচুর

সকল