১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হাসিনার প্রতি মায়া হলে আর একটা তাজমহল বানান : রিজভী

রংপুরে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী - ছবি : সংগৃহীত

হাসিনার প্রতি মায়া হলে আর একটা তাজমহল বানান মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেছেন কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া জেল জুলুমকে মেনে নিয়ে দেশেই ছিলেন এবং আছেন। আর শেখ হাসিনা নেতা-কর্মীদের রেখে ভারতে পালিয়ে গেছেন। এটাই হলো শেখ হাসিনা আর খালেদা জিয়ার মধ্যে পার্থক্য।’

রোববার (১৭ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের বড়বাড়ী কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের চতুর্থ দিনের খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘দেশ ছেড়ে পালানো শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে আবারো ভারত এ দেশে ফিরিয়ে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন। ভারতীয় মিডিয়াগুলো একটি স্বাধীন দেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে, শুধু শেখ হাসিনার জন্য।’

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে ভারত শোকাহত। ভারত শেখ হাসিনার জন্য খুব কষ্ট পেয়েছে।’

রিজভী প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেন, ‘অনেক ষড়যন্ত্র হচ্ছে। সর্তক থাকতে হবে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরেই একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।
তিনি অভিযোগ করে বলেন, একজন মেয়রের বাড়ি থেকে ভাত আনতে রাষ্ট্রের মাসে ২৫ লাখ টাকা খরচ। এটা ভাবা যায়, দুর্নীতি কত হয়েছে তাহলে!’

তিনি আরো বলেন, ‘গত ১৬ বছর ধরে বিনা ভোটে আওয়ামী লীগ জনগণের গণতন্ত্র হরণ করে তাদের নিজস্ব লোকজনকে লুটপাটের সুযোগ দিয়েছে। পুলিশের একজন আইজি হাজার কোটি টাকার মালিক আর একজন মন্ত্রীর দেশের বাহিরে ২৫০ মিলিয়ন পাউন্ডের বাড়ি।’

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আরো বলেন, ‘রক্তপিপাসু শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার মানুষকে খুন করেছেন। বিরোধী মতের উপর নির্যাতন চালিয়েছেন। নিজের ইচ্ছেমতো দেশ পরিচালনা করেছেন, ব্যাংক লুট করেছেন। এখন ভারতে পলাতক থেকেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের নির্দেশ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন। তাই ফ্যাসিবাদ যেন ফের ক্ষমতায় আসতে না পারে সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। তাহলেই ছাত্র-জনতার আত্মত্যাগ স্বার্থক হবে।’


আরো সংবাদ



premium cement

সকল