সৈয়দপুরে ঘন কুয়াশায় ২ ঘণ্টা বিমান ওঠানামা বিলম্ব
- মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী)
- ১৬ নভেম্বর ২০২৪, ১২:১১, আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ১২:২৪
নীলফামারীতে হঠাৎ ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর সৈয়দপুর বিমানবন্দরে বিমান উঠানামা চালু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টায় প্রথম ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার কথা থাকলেও দুই ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় নভো এয়ার ও এয়ার এস্ট্রার দু’টি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। এতে সৈয়দপুর বিমানবন্দরে প্রায় ১৫০ জন যাত্রীর যাত্রা বিলম্ব হয়েছে।
বিমানবন্দর আবহাওয়া অফিস জানায়, সকাল ৯টায় বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা ৩০০ থেকে ৪০০ মিটার থাকায় বিমান চলাচলে বিঘ্ন ঘটে। শুক্রবারও সকালে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর বিমান চলাচল স্বাভাবিক হয়েছিল।
সৈয়দপুরে বিমানবন্দরের ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া জানায়, উত্তরাঞ্চলে শীত বেড়ে যাওয়ায় ঘন কুয়াশায় বিমান চলাচলে বিঘ্ন ঘটছে।
এদিকে যাত্রীদের দাবি, সিডিউল বিপর্যয় রোধে গত বছরের মতো ফ্লাইটের সময় পুনঃনির্ধারণ করার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা