মুক্তভাবে মত প্রকাশে আমরা সংগ্রাম করে যাচ্ছি : মাহমুদুর রহমান
- মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী)
- ১৫ নভেম্বর ২০২৪, ১৭:৩০
মুক্তভাবে মত প্রকাশের জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি মন্তব্য করে দৈনিক আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান বলেছেন, ‘স্বাধীনতাকে অর্থবহ করতে হলে গণমাধ্যম পরিপূর্ণ স্বাধীন হওয়া জরুরি। মুক্ত গণমাধ্যম ছাড়া গণতন্ত্র সুসংগঠিত হয় না। তাই গণমাধ্যমের স্বাধীনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কর্পোরেট থেকে মুক্ত না হলে গণমাধ্যম কখনোই স্বাধীন হতে পারবে না।’
শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে রংপুরে 'কেমন গণমাধ্যম চাই' শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে যোগদানের উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছলে সৈয়দপুর, নীলফামারী ও রংপুরের সংবাদকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।
সংবাদকর্মীদের মাহমুদুর রহমান বলেন, ‘আমি রংপুরে আসার প্রধান কারণ হলো জুলাই বিপ্লবের মহানায়ক শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করা।’
এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশের বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, পরিচালক শাকিল ওয়াহেদ, আইইবির সভাপতি প্রকৌশলী মো: রিয়াজুল ইসলাম রিজু, দৈনিক খোলাকাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রকৌশলী আহসান হাবিব লেলিন, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, নয়া দিগন্ত ও যমুনা টিভির রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান, যমুনা টিভির স্টাফ রিপোর্টার মাহমুদ হাসান রাফিন, ডেইলি ম্যাসেঞ্জারের নীলফামারী জেলা প্রতিনিধি রিপন শেখ, সৈয়দপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান আলী মনন (দৈনিক আনন্দ বাজার), সাব্বির আহমেদ সাবের (ডেইলি অবজারভার), এম আর মহসিন (আনন্দ টিভি), নয়া দিগন্তের সৈয়দপুর প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক খোলাকাগজের সৈয়দপুর প্রতিনিধি এম এ মোমেনসহ অন্য সাংবাদিকরা।
মাহমুদুর রহমান বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যমগুলোর প্রায় সবগুলোই কর্পোরেট। যে কারণে এই মিডিয়া প্রতিষ্ঠানগুলো শুধু বাণিজ্যিক দিক বিবেচনা করে গণমাধ্যম পরিচালনা করে চলেছে। ফলে সাংবাদিকতার মূল লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে আমরা ব্যর্থ হয়েছি। আর এজন্যই এদেশে বার বার গণতন্ত্রের বিপর্যয় ঘটেছে।’
তিনি আরো বলেন, ‘স্বৈরাচারী ফ্যাসিস্টরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে তাদের স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। মালিক ও সম্পাদকদের দোসর বানিয়ে অবৈধ সুবিধা দিয়ে কর্তৃত্ববাদী অপশাসন কায়েম করেছে। এর বিপরীতে দেশপ্রেমিক সংবাদমাধ্যম ও সংবাদকর্মীরা দেশ ও জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। এজন্য শোষকরা তাদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে।’
আমার দেশ সম্পাদক আরো বলেন, ‘সম্ভবত একমাত্র আমার দেশ পত্রিকাই কর্পোরেটমুক্ত। যে কারণে আমার প্রতিনিধিরা মন খুলে দেশ ও জনগণের কথা লিখতে পারে। যা ফ্যাসিবাদের বড় কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তাই শেখ হাসিনা অন্যায়ভাবে আমার দেশসহ প্রকৃত সংবাদমাধ্যমগুলোর কন্ঠরোধ করতে প্রকাশনা ও প্রচারণা বন্ধ করে দেন।’
তিনি বলেন, ‘নতুন বাংলাদেশে স্বাধীনতার প্রকৃত সুফল নিশ্চিত করতে এবং গণতন্ত্রকে সর্বক্ষেত্রে সুসংহত করতে আমার দেশ পত্রিকার মাধ্যমে সঠিক সাংবাদিকতা প্রতিষ্ঠিত করা হবে। এ লক্ষ্যে আগের মতোই সার্বিক প্রচেষ্টা অব্যাহত রাখা হবে। যাতে দেশ ও জনগণের কথা বস্তুনিষ্ঠভাবে ওঠে আসে। রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্তরা সে অনুযায়ী সুশাসন দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা