২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গাইবান্ধায় বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের ফাঁসি

- ছবি : নয়া দিগন্ত

গাইবান্ধায় বড় ভাই শহিদুলকে হত্যার দায়ে ছোট ভাই আরিফ বিল্লাহকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো: আতিকুর রহমান এ আদেশ দেন। আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নিরঞ্জন কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো: আরিফ বিল্লাহ (৩৬) জেলার সাদুল্লাপুর উপজেলার হাসান পাড়া গ্রামের আ: ছাত্তার মণ্ডলের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর আরিফ বিল্লাহর সাথে তার মা হামিদা বেগমের রাতে ভাত খাওয়াকে কেন্দ্র করে ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে তার বড় ভাই শহিদুলের সাথে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে আরিফ বিল্লাহ ক্ষিপ্ত হয়ে শহিদুলের মাথায় আঘাত করেন। গুরুত্বর অবস্থায় শহিদুলকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। গত ১৯ সেপ্টেম্বর সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরের দিন ২০ সেপ্টেম্বর দুপুরে নিহত শহিদুলের স্ত্রী তাসফুরা আকতার সাদুল্লাপুর থানায় আরিফ বিল্লাহকে একক আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় মোট পাঁচজনকে সাক্ষী করা হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন নিরঞ্জন কুমার ঘোষ ও আসামি পক্ষে ছিলেন আবু আলা মো. সিদ্দিকুল ইসলাম রিপু।

বাদীর আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ বলেন, ‘আদালত দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শুনানি শেষে আদালত যে রায় দিয়েছেন এতে আমরা সন্তুষ্ট।’

আসামি পক্ষের আইনজীবী আবু আলা মো: সিদ্দিকুল ইসলাম রিপু বলেন, ‘এ রায়ে আমরা অসন্তোষ প্রকাশ করছি। আমরা উচ্চ আদালতে যাবো। আশা করছি, সেখানে আমরা ন্যায় বিচার পাবো।’


আরো সংবাদ



premium cement