১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বসুন্ধরা গ্রুপের চাকরি ছেড়ে দিলেন শহীদ আবু সাঈদের ২ ভাই

আন্দোলনে শহীদ হওয়া আবু সাঈদ - ছবি : সংগৃহীত

যোগদানের ৩৪ দিনের মাথায় বসুন্ধরা গ্রুপ থেকে চাকরি ছেড়ে দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের দুই ভাই। তারা হলেন- রমজান আলী ও আবু হাসান।

বুধবার (১৩ নভেম্বর) তারা লিখিত আবেদনের মাধ্যমে চাকরি থেকে ইস্তফা দেন।

চাকরির নিয়োগপত্র বাতিলের আবেদনের দুটি কপি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। তাতে লেখা রয়েছে, ‘পারিবারিক সমস্যার কারণে অদ্যাবধি কর্মস্থলে যোগদান করতে পারি নাই এবং বেতন-ভাতা উত্তোলন করি নাই। আমার ব্যক্তিগত সমস্যার কারণে চাকরি করা সম্ভব নয়। এ কারণে চাকরির নিয়োগপত্র বাতিল করার অনুরোধ করছি।’

৯ অক্টোবর দুপুরে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক মো: ইয়াসিন হোসেন পাভেল পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে গিয়ে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন। এতে আবু সাঈদের বড় ভাই রমজান আলীকে বাংলাদেশ প্রতিদিনের রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী এবং আরেক ভাই আবু হাসানকে চ্যানেল নিউজ-২৪ রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নিবার্হীর পদে চাকরি দেন।

চাকরি ছাড়ার বিষয়ে আবু হোসেন জানান, ‘যেহেতু আমরা সময় দিতে পারছি না তাই চাকরি ছেড়ে দিয়েছি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৬ জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের গুলিতে শহীদ হন বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। তার এই মৃত্যুর পর বৈষমবিরোধী আন্দোলন নতুন মাত্রা পায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ৫ আগস্ট তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান।

পরবর্তী সময়ে এ ঘটনায় পুলিশের আইজিপিসহ ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন চাকরি ছেড়ে দেয়া শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী। ওই মামলায় পুলিশের এএসআই সৈয়দ আমির হোসেন এবং কনস্টেবল সুজনচন্দ্র গ্রেফতার হয়ে এখন কারাগারে আছেন।


আরো সংবাদ



premium cement
সাংবাদিকদের ক্যামেরা নিয়ে প্রবেশে বাধা ইউএনও ইলোরার পেশাদার সাংবাদিকদের সুরক্ষায় কাজ করছে অন্তর্বর্তী সরকার : এম আব্দুল্লাহ কার বুদ্ধিতে ফারুকী-বশিরউদ্দীনকে উপদেষ্টা বানালেন, প্রশ্ন মান্নার পাকিস্তানে পৃথক সেনা অভিযানে ১২ উগ্রবাদী নিহত জামালপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে সিলেটে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনসহ ২১৩ জনের নামে হত্যাচেষ্টা মামলা সিলেটে শিশু মুনতাহা হত্যায় অভিযুক্ত মার্জিয়ার নানির মৃত্যু হাসিনাকে বিবৃতি থেকে বিরত রাখতে ভারতকে আহ্বান জানানো হয়েছে : পররাষ্ট্র মন্ত্রণালয় নবীনগরে ট্রলির ধাক্কায় ১ কিশোর নিহত পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তের জন্য তালিকা করছে ট্রাম্পের দল

সকল