২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বসুন্ধরা গ্রুপের চাকরি ছেড়ে দিলেন শহীদ আবু সাঈদের ২ ভাই

আন্দোলনে শহীদ হওয়া আবু সাঈদ - ছবি : সংগৃহীত

যোগদানের ৩৪ দিনের মাথায় বসুন্ধরা গ্রুপ থেকে চাকরি ছেড়ে দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের দুই ভাই। তারা হলেন- রমজান আলী ও আবু হাসান।

বুধবার (১৩ নভেম্বর) তারা লিখিত আবেদনের মাধ্যমে চাকরি থেকে ইস্তফা দেন।

চাকরির নিয়োগপত্র বাতিলের আবেদনের দুটি কপি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। তাতে লেখা রয়েছে, ‘পারিবারিক সমস্যার কারণে অদ্যাবধি কর্মস্থলে যোগদান করতে পারি নাই এবং বেতন-ভাতা উত্তোলন করি নাই। আমার ব্যক্তিগত সমস্যার কারণে চাকরি করা সম্ভব নয়। এ কারণে চাকরির নিয়োগপত্র বাতিল করার অনুরোধ করছি।’

৯ অক্টোবর দুপুরে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক মো: ইয়াসিন হোসেন পাভেল পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে গিয়ে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন। এতে আবু সাঈদের বড় ভাই রমজান আলীকে বাংলাদেশ প্রতিদিনের রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী এবং আরেক ভাই আবু হাসানকে চ্যানেল নিউজ-২৪ রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নিবার্হীর পদে চাকরি দেন।

চাকরি ছাড়ার বিষয়ে আবু হোসেন জানান, ‘যেহেতু আমরা সময় দিতে পারছি না তাই চাকরি ছেড়ে দিয়েছি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৬ জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের গুলিতে শহীদ হন বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। তার এই মৃত্যুর পর বৈষমবিরোধী আন্দোলন নতুন মাত্রা পায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ৫ আগস্ট তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান।

পরবর্তী সময়ে এ ঘটনায় পুলিশের আইজিপিসহ ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন চাকরি ছেড়ে দেয়া শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী। ওই মামলায় পুলিশের এএসআই সৈয়দ আমির হোসেন এবং কনস্টেবল সুজনচন্দ্র গ্রেফতার হয়ে এখন কারাগারে আছেন।


আরো সংবাদ



premium cement
কাঁঠালিয়ায় শাহজাহান ওমরের গ্রেফতারে বিএনপির আনন্দ মিছিল ইউক্রেন রাশিয়া ইউকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া ও ড. ইউনূসের কুশল বিনিময় পারমাণবিক বোমা বিষয়ে ইরানের অসহযোগিতার অভিযোগ পশ্চিমা বিশ্বের, আইএইএ’র ভিন্নমত ‘সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ছাত্রদল’ ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪ শ্রমিক নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ আন্দোলনে সাধারণের পক্ষে দাঁড়িয়ে আস্থার প্রতীক হয়েছে সেনাবাহিনী : ড. ইউনূস ব্রিটেনের সাবেক উপ-প্রধানমন্ত্রী প্রেসকট মারা গেছেন ১৪ বছর পর ইবি ছাত্রশিবিরের নবীনবরণ দায়িত্ব নিলেন নতুন আইজিপি বাহারুল আলম উখিয়ার সীমান্তে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

সকল