১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চাঁদা না পেয়ে শ্রমিক নেতাকে পিটিয়ে যখম

চাঁদা না পেয়ে শ্রমিক নেতাকে পিটিয়ে যখম - ছবি : নয়া দিগন্ত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বন্দরে চাঁদা না পেয়ে শ্রমিক নেতাকে পিটিয়ে যখম করেছে সঙ্ঘবদ্ধ দল।

বুধবার (১৩ নভেম্বর) এ বিষয়ে সাদুল্লাপুর থানায় এজাহার দাখিলের প্রস্তুতি চলছে। এর আগে মঙ্গলবার দুপুরে ধাপেরহাটের হাসানপাড়ার ফাইভস্টার মোড় থেকে তাকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে যখম করা হয়।

আহত মোটরশ্রমিক নেতা আব্দুল জলিল প্রধান (৫০) ধাপেরহাট ইউনিয়নের ছাইগাড়ী গোবিন্দপুর গ্রামের রইচ উদ্দিনের ছেলে। তিনি ধাপেরহাট পরিবহন শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি।

চাঁদা দিতে অপরাগতায় এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। এ বিষয়ে বুধবার সাদুল্লাপুর থানায় এজাহার দাখিলের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী জলিল ও তার স্বজনরা।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি জলিল প্রধান তার জমি বিক্রির জন্য গ্রহীতা থেকে বায়না বাবদ টাকা গ্রহণ করেন। এরই মধ্যে মওয়াগাড়ী গ্রামের রতন মিয়া ও গোবিন্দপুর গ্রামের সুজন মিয়াসহ আরো ১৫ থেকে ২০ জনের সঙ্ঘবদ্ধ একটি দল জলিল প্রধানের কাছে চাঁদা দাবি করে। ওই টাকা দিতে অস্বীকার করায় তারা প্রধানের উপর একপর্যায়ে হামলা করে। এরপর বেধড়ক মারপিট করে তার কাছে থাকা ছয় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। তারপর জলিলের চোখ বেঁধে সাদা স্ট্যাম্পে টিপসই নিয়ে স্থানীয় লালমাটিয়া ব্রিজ এলাকায় তাকে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ভুক্তভোগী আব্দুল জলিল প্রধান বলেন, ‘মওয়াগাড়ী গ্রামের রতন মিয়া ও গোবিন্দপুর গ্রামের সুজন মিয়াসহ আরো কয়েকজন আমার কাছে চাঁদা দাবি করে। সেই টাকা দিতে না পারায় তারা আমাকে হত্যার চেষ্টা করেছে। এ ব্যাপারে থানায় এজাহার দাখিলের প্রস্ততি নেয়া হচ্ছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন বলেন, ধাপেরহাটের ওই ঘটনাটি শুনেছি।


আরো সংবাদ



premium cement
৫ আগস্ট গুলিবিদ্ধ আবদুল্লাহ মারা গেছেন সিসিকের সাবেক কাউন্সিলর মতিউর গ্রেফতার গাইবান্ধায় বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের ফাঁসি কুমিল্লায় ৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যা : সাবেক রেলমন্ত্রীর ভাতিজা গ্রেফতার সন্ধ্যায় শাহজালালে যাত্রীদের ওয়েটিং লাউঞ্জের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ঝালকাঠিতে ইঁদুর মারার বিষ খেয়ে ভাই-বোনের মৃত্যু লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলায় জাতিসঙ্ঘের নিন্দা নোবিপ্রবিতে আবাসিক হলে আগুন, পরীক্ষা স্থগিত ভারতে বোমাতঙ্কে কলকাতাগামী বিমানের রায়পুরে জরুরি অবতরণ বান্দরবানে কেএনএফ আস্তানায় সেনা অভিযান, একে৪৭-সহ বিপুল অস্ত্র উদ্ধার নারায়ণগঞ্জে যানজট নিরসনে যৌথ অভিযান

সকল