২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কুড়িগ্রামে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

হুমায়ুন কবির ছক্কু হত্যা মামলায় গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কোদালকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কুকে হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। এর আগে দুপুরে তাকে পরিষদ চত্বর থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া হুমায়ুন কবির ছক্কু কোদালকাটি ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন শিক্ষার্থী আশিকুর রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। সেই মামলায় চেয়ারম্যানকে গ্রেফতার দেখানো হয়েছে।’

রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘কুড়িগ্রাম সদর থানার হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং পরে তাকে কুড়িগ্রাম থানায় পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘হত্যা মামলায় রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল বুধবার আদালতে পাঠানো হবে।’


আরো সংবাদ



premium cement
১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করবে অস্ট্রেলিয়া ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’ মার্কিন শ্রম প্রতিনিধিদল আসছে শুক্রবার ৬ ঘণ্টা অবরোধের পর মহাখালীর সড়ক ও রেললাইন ছাড়লেন রিকশাচালকরা দেশে ফিরেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান নওগাঁয় পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার ইসরাইলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রাসিকের ১৬১ কর্মীর অব্যাহতি, ৩৮ জনকে শোকজ খালাস পেলেন সোহেল-টুকুসহ বিএনপির ২২ নেতাকর্মী পল্লী বিদ্যুতের সঙ্কট নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান হেফাজত আমিরের ঢাকায় ব্যাটারিচালিতরিকশা বন্ধ করা কতটা কঠিন?

সকল