১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নীলফামারীতে নদী থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

নদী থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় লিশাত ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) নিতাই ইউনিয়নের চাড়ালকাটা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

লিশাত ইসলাম কিশোরগঞ্জ সদর ইউনিয়নের মুশা মিয়া পাড়া গ্রামের মবেদুল ইসলামের ছেলে। কিশোরগঞ্জ বিএম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উর্ত্তীণ হয়ে ডিগ্রি কলেজে ভর্তি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিতাই ইউনিয়নের চাড়ালকাটা নদী দিয়ে পার হয়ে পাশের গ্রামে যাওয়ার সময় লোকজন নদীর পানিতে একটি লাশ ভাসতে দেখে। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে লাশটি উদ্ধার করে। লাশের মুখ অ্যাসিড দিয়ে ঝলসে দেয়া।

তার বাবা মবেদুল ইসলাম জানান, আমার ছেলে মুশা বটতলা ওয়াজ শোনার জন্য ভাত খেয়ে বাড়ি থেকে বের হলে রাতে আর বাড়িতে ফেরেনি। বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে তার খোঁজ পাওয়া যায়নি। পরে আজ খবর পেয়ে গিয়ে দেখি লাশটি আমার ছেলের।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আব্দুল কুদ্দুছ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিতাই ইউনিয়নের বেলতলি গ্রামের আব্দুল হাই-এর ছেলে গোলাম রব্বানীকে (৩০) আটক করেছে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নদী থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তার লাশ নদীতে তিন থেকে চার দিন ছিল। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
হলের সিট বণ্টন নিয়ে উত্তপ্ত কুবি, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করাচি থেকে প্রথম সরাসরি কার্গো পৌঁছেছে চট্টগ্রামে মুখরোচক খাবারে সরগরম লক্ষ্মীবাজারের স্ট্রিট ফুড ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের লাভ? মন্ত্রিসভায় চীন-পাকিস্তানবিরোধী ব্যক্তিরা! লড়াই করেও ভারতের কাছে হেরে গেল দ. আফ্রিকা মণিপুরে অত্যাবশ্যকীয় পণ্যবোঝাই ট্রাকের কনভয়ে আগুন ভারতে 'বুলডোজার-শাসন' নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট ৪ উপদেষ্টার আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা পঞ্চদশ সংশোধনীর লক্ষ্য ছিল গণতন্ত্র ধ্বংস করা পৃথিবীর সুরক্ষায় ৩ শূন্যের জীবনধারা গড়তে হবে সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে, সিদ্ধান্ত সরকারের : সেনা সদর

সকল