২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দেবীগঞ্জে ৫০ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু

- ছবি : নয়া দিগন্ত

দেবীগঞ্জ উপজেলার দু’টি কোল্ড ষ্টোরেজে ৫০ টাকা কেজি দরে আলু বীজ বিক্রি শুরু করা হয়েছে।

মঙ্গলবার সকালে পাঁচ ব্যবসায়ী কৃষক ২১০ বস্তা আলু বীজ ৫০ টাকা কেজি বিক্রি করেন। একই দিন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও দেবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তুরাব হোসেন ও দেবীগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমন উপস্থিত থেকে আলু বীজ বিক্রি শুরু করেন।

এর আগে, সোমবার সকালে কৃষকদের কাছে বেশি দামে আলু বীজ বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে এস.বি কোল্ড স্টোরেজে যান এবং সেখানে তারা বেশি দামে আলু বিক্রির সত্যতা পান।

এ সময় কর্তৃপক্ষ মজুদকারীদের সাথে কথা বলে দ্রুত এসবি কোল্ড ষ্টোরেজে আসতে বলেন। পরে তারা বীজ আলু ষ্টোরেজের ভিতর থেকে বের করে আনার নির্দেশ দেন। এ সময় ভেতর থেকে বিপুল পরিমাণ আলু বের করে আনা হয়। পরে সেখানে প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিততেতে অতিরিক্ত আলু প্রশাসনের বেঁধে দেয়া দামে বিক্রি শুরু করা হয়।

কোল্ড ষ্টোরেজে রাখা আলু চাষী ও ব্যবসায়ীরা জানায়, আলুর উৎপাদন, পরিবহণ ও সংরক্ষণসহ মোট খরচ হয় ৩৬ টাকা। ব্যয়ের সাথে ১৪ লাভসহ আলুর দাম নির্ধারণ করা হয় ৫০ টাকা। এ মূল্যের বাইরে কেউ বেশি দামে আলু বিক্রি করলে তার মালিক পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা করা হবে।

এদিকে, মজুদকারীদের সাথে কথা বলে আলু চাষের জমির পরিমাণ ও আলু মজুদের পরিমাণ নিরুপণ করে সর্বোচ্চ পাঁচ বস্তা করে আলু বীজ দেয়া হয়। যদি কোনো কৃষক বা ব্যবসায়ী তাদের সিদ্ধান্তের বাইরে কেউ যদি ইচ্ছাকৃতভাবে আলু বিক্রি না বা বেশি দামে বিক্রি করে তাহলে তাদের আলু জব্দ করে বিক্রি করা হবে।

এই সিদ্ধান্ত দেবীগঞ্জের তিনটি কোল্ড স্টোরেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পর্যায়ক্রমে জেলার সবকটি কোল্ড ষ্টোরেজে অভিযান পরিচালনা যারা অমান্য করবে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে আলুর উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ ব্যয় হিসেব করে দেখা গেছে, প্রতি কেজি আলুতে খরচ হয়েছে ৩৫ থেকে ৩৬ টাকা। অথচ খুচরা বাজারে তা গত কয়েক দিনে ৭০ টাকা করে বিক্রি হচ্ছে।


আরো সংবাদ



premium cement
ইউক্রেন রাশিয়া ইউকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া ও ড. ইউনূসের কুশল বিনিময় পারমাণবিক বোমা বিষয়ে ইরানের অসহযোগিতার অভিযোগ পশ্চিমা বিশ্বের, আইএইএ’র ভিন্নমত ‘সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ছাত্রদল’ ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪ শ্রমিক নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ আন্দোলনে সাধারণের পক্ষে দাঁড়িয়ে আস্থার প্রতীক হয়েছে সেনাবাহিনী : ড. ইউনূস ব্রিটেনের সাবেক উপ-প্রধানমন্ত্রী প্রেসকট মারা গেছেন ১৪ বছর পর ইবি ছাত্রশিবিরের নবীনবরণ দায়িত্ব নিলেন নতুন আইজিপি বাহারুল আলম উখিয়ার সীমান্তে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার আমেরিকার পর এবার ব্রিটিশ অস্ত্রে রাশিয়ার অভ্যন্তরে হামলা ইউক্রেনের

সকল