১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

লালমনিরহাটে আ’লীগ নেতা ‘হুন্ডি সুমন’ গ্রেফতার

সাখাওয়াত হোসেন সুমন খান - ছবি : নয়া দিগন্ত

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান ওরফে ‘হুন্ডি সুমনকে’ গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে সদরের তিস্তা টোল প্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, সুমন হত্যা, চাঁদাবাজি, দখলদারিত্ব, মাদক-চোরাচালান ও পাঁচ শ’ কোটি টাকার মানি লন্ডারিং-সহ কয়েকটি মামলার আসামি। সম্প্রতি সুমন খান, তার স্ত্রী এবং এক কর্মচারির ব্যাংক অ্যাকাউন্টে ৪২৮ কোটি টাকারও বেশি পেয়েছে সিআইডি।

মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা গেছে, হুন্ডি সুমনের অবৈধ সম্পদ, ব্যাংক, হোটেল, দালান এবং অন্য ব্যবসাসহ চোরাচালান, মাদক ব্যবসা, স্বর্ণ ও মুদ্রা পাচার ইত্যাদির বিষয়ে দীর্ঘদিন অনুসন্ধান করে সিআইডি। অনুসন্ধানে সুমন খানের ব্যাংকে ২৩৭ কোটি ৪৯ লাখ ৪৮ হাজার ৭৬০ টাকা পাওয়া যায়। এছাড়া সুমন খানের স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে চার কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ৩১০ টাকা পাওয়া যায়।

এছাড়াও সুমন খানের কর্মচারী তৌকির আহমেদ মাসুমের ব্যাংক অ্যাকাউন্টে ১৮৬ কোটি ৯৫ লাখ ৬১ হাজার ১২৭ টাকা জমা পাওয়া যায়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট তার আলিশান বিলাস বহুল বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেন উত্তেজিত জনতা। এ সময় অটোমেটিক দরজা দিয়ে বেরিয়ে আসতে না পেরে আগুনে পুড়ে পাঁচ ছাত্রের মৃত্যু হয়।

এ বিষয়ে সিআইডি লালমনিরহাট জেলার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হাই বলেন, ‘হুন্ডি সুমনের বিরুদ্ধে মাদক, চোরাচালান, স্বর্ণ ও মুদ্রা চোরাচালানসহ নানান অপকর্মের তথ্য রয়েছে। সদর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে হস্তান্তর করে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
‘দেশের মানুষের সেবা ও কল্যাণে কাজ করে যেতে হবে’ অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায়ন ৭ ব্যাংককে ৬৫৮৫ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক নির্বাচনই কি গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অর্থনৈতিক উন্নয়নে দুর্নীতি দমন এক নারী নেত্রীর খোঁজে আওয়ামী লীগ রাবির ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার ‘নাতি-নাতনি’ কোটা বাতিল বগুড়ায় মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা ২৮ অক্টোবর মানুষ হত্যার মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল : রফিকুল ইসলাম কুমিল্লায় এইচএসসির পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন ৩৩১ জনের ‘বন্ধু রাষ্ট্রের সমালোচনা করা যাবে না, সংবিধানের বিষয়টি এখন উন্মুক্ত করা দরকার'

সকল