রংপুর থেকে উপদেষ্টা রাখার দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনের অবস্থান কর্মসূচি
- রংপুর ব্যুরো
- ১১ নভেম্বর ২০২৪, ২০:২৬
অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রংপুরসহ উত্তরবঙ্গের সদস্য অন্তর্ভুক্তির দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর প্রেসক্লাবের সামনে রাস্তা অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ‘আবু সাঈদের রংপুরে বৈষম্যের ঠাঁই নাই, উপদেষ্টা পরিষদে কেন রংপুর নাই’-সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
অবস্থান চলাকালে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির রংপুরের সমন্বয়ক আলমগীর নয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমরান আহমেদ, নাহিদ হাসান খন্দকার প্রমুখ।
বক্তারা বলেন, ‘রংপুরের আবু সাঈদ জীবন দিয়ে দেশ নতুনভাবে স্বাধীন করেছে। কিন্তু তার বিভাগ থেকে কোনো উপদেষ্টা দেয়া হয়নি। এমনকি উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের লোকজনকে উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। এটা আমরা মানি না। তারা অবিলম্বে জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড আখতার হোসেনসহ রংপুর বিভাগ ও উত্তরবঙ্গ থেকে পাঁচজনকে উপদেষ্টা পরিষদে রাখার দাবি জানান। দাবি বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা