১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কালীগঞ্জ থানায় ওসি ছাড়াই ৩ সপ্তাহ পার

কালীগঞ্জ থানা - ছবি : নয়া দিগন্ত

লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় ওসি ছাড়াই তিন সপ্তাহ পার হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাড়াই চলছে থানার কার্যক্রম। ফলে থানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

জানা গেছে, ‘গত ২৩ অক্টোবর কালিগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির বদলি হলে ১২ দিনের জন্য একজন তদন্ত কর্মকর্তা কালিগঞ্জ থানায় আসেন। পরে তিনিও বদলি হয়ে যান। এরপর তিন সপ্তাহ অতিবাহিত হলেও থানায় এখনো পর্যন্ত কোনো নতুন ওসির পদায়ন করা হয়নি।

এখানে আইন-শৃঙ্খলা ঠিক রাখতে থানার ওসির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দীর্ঘদিন থেকে থানার শীর্ষ পদে ওসি না থাকায় থানার স্বাভাবিক কার্যক্রমের সিদ্ধান্ত নিতে বার বার পুলিশ সুপারের কাছে যেতে হচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, ওসি না থাকার সুযোগে মাদককারবারি ও চোরাকারবারিরা বেপরোয়া হয়ে পড়ছে। এলাকাজুড়ে বাড়ছে অস্থিরতা। এলাকায় চুরি ও ছিনতাই ঘটনাও ঘটছে।

স্থানীয় সচেতন মহল, দ্রুততম সময়ে কালীগঞ্জ থানায় সৎ ও সাহসী অফিসার ইনচার্জ পদায়ন করে মাদক, চোরাচালান ও চুরি ডাকাতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার দাবি জানান।

লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম বলেন, ‘কালিগঞ্জ থানা একটি গুরুত্বপূর্ণ থানা হওয়ায় ডিআইজি স্যারের কাছে সৎ ও যোগ্য অফিসার চেয়ে আবেদন করা হয়েছে। এজন্য একটু দেরি হচ্ছে। আশা করছি, খুব দ্রুত কালিগঞ্জ থানায় ওসির পদায়ন করা হবে।’


আরো সংবাদ



premium cement