বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন : রংপুরে তিনজনের হত্যা মামলার তদন্তভার সিআইডিতে
- সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো
- ১০ নভেম্বর ২০২৪, ১৯:৫৪
বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সময় রংপুরে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে শহীদ হওয়া সবজিবিক্রেতা সাজ্জাদ, পলিটেকনিক শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহের, ফলবিক্রেতা মিরাজুল ইসলাম এবং স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলা তদন্ত করার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
রংপুর মহানগর পুলিশ সূত্র জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ১৯ জুলাই রংপুর সিটি বাজার ও রাজা রামমোহন এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন সবজিবিক্রেতা সাজ্জাদ হোসেন, পলিটেকনিক শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির, ফলবিক্রেতা মিরাজুল ইসলাম এবং স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন মিলন।
এ বিষয়ে তাদের পরিবারের পক্ষ থেকে রংপুর কোতয়ালী থানায় পৃথক পৃথক হত্যা মামলা করা হয়। মামলা নং ১২, ১৩, ১৪ ও ২৭। গত ৩০ অক্টোবর পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) রেবেকা সুলতানা স্বাক্ষরিত পত্রের মাধ্যমে রংপুর মহানগর পুলিশ কমিশনারকে এসব মামলা সিআইডিতে হস্তান্তরের নির্দেশ দেন। এই প্রেক্ষিতে গত ৪ অক্টোবর কোতোয়ালী থানায় এ বিষয়ে উদ্যোগ নেয়ার চিঠি দেন মহানগর পুলিশ কমিশনার। সেই চিঠি গত ৬ অক্টোবর থানায় আসার পর মামলার নথিপত্র সিআইডিতে হস্তান্তরের কাজ চলছে।
রংপুর মহানগর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, ‘আমরা ৬ অক্টোবর চিঠি পেয়েছি। মামলার সকল নথি, তথ্য-উপাত্ত একত্রিত করার কাজ চলছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে সিআইডির কাছে হস্তান্তর করা হবে।’
সিআইডি রংপুর জোনের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান জানান, ‘হেডকোয়ার্টার্সের চিঠি আমরা পেয়েছি। সে অনুযায়ী আমরা প্রস্তুত। ২/৩ দিনের মধ্যে মামলার সব ধরনের নথিপত্র হাতে পাবো আশা করছি। পাওয়ামাত্রই তদন্ত কর্মকর্তা নিয়োগ করেই আমরা কাজ শুরু করবো। পাশাপাশি চলবে গ্রেফতার অভিযান।’
রংপুর মহানগর পুলিশ কমিশনার মো: মজিদ আলী জানান, ‘গুরুত্বপূর্ণ এসব মামলার আসামিদের গ্রেফতার এবং তদন্ত ত্বরান্বিত করতে হেডকোয়ার্টার্স বিশেষায়িত সংস্থাকে দিয়ে তদন্তের উদ্যোগ নিয়েছে। যেহেতু এসব মামলার অনেক আসামিই মহানগর এলাকার বাইরের। সেকারণে বিশেষায়িত সংস্থাকে দিয়ে তদন্ত ও গ্রেফতার কার্যক্রম বেশি কার্যকর হয়। আমরা সিআইডিকে সব ধরনের সহযোগিতা করা হবে।’
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ১৬ জুলাই পুলিশের গুলিতে শহীদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলাটি তদন্ত করছে পিবিআই।
এ পর্যন্ত রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ছয়টি হত্যা মামলাসহ ১১টি মামলায় ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন মেয়াদে রিমান্ডেও নেয়া হয়েছে আসামিদের।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা