লালমনিরহাটে সেতু থেকে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ নভেম্বর ২০২৪, ১১:৩৬
লালমনিরহাটের কালীগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ওপর পড়ে ফিরোজ হোসেন জিহাদ বাবু (৫৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার বিকেলে উপজেলার দলগ্রাম ইউনিয়নের কালভৈরব বাজারের তেঁতুলতলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফিরোজ হোসেন জিহাদ বাবু উপজেলার হাতীবান্ধার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদা এলাকার মরহুম রুহুল আমিনের ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে ফিরোজ হোসেন রংপুর থেকে বাড়ি ফিরছিলেন। পথে কালভৈরব বাজারের তেঁতুলতলা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার জানায়, ফিরোজ দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হয়ে বাড়িতে এক সপ্তাহ আগে আসেন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা