০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

জাতীয় পার্টি পিপীলিকা নয়, বাজপাখি : মোস্তাফিজার রহমান

রংপুরে বক্তব্য দিচ্ছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা - ছবি : নয়া দিগন্ত

জাতীয় পার্টি পিপীলিকা নয়, বাজপাখি মন্তব্য করে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ‘যাকে একবার ধরি তাকে সহজে আর ছাড়ি না। নুর এবং তার দল একটা পরগাছা। কিছু গাছে যেমন পরগাছা থাকে ওই পরগাছা হলো গণ অধিকার পরিষদ। তাদের বিরুদ্ধে আমাদের কথা বলা মানে সময় নষ্ট করা। তাদেরকে হিসাব করার সময় আমাদের নেই।’

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় সাংগঠনিক কাঠামো জোরদার করতে আয়োজিত যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসিরের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবু, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন ও হাসানুজ্জামান নাজিম। এছাড়া জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্যসচিব মো: আরিফ আলীসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

এ সময় মোস্তফা বলেন, ‘জিলা স্কুল মাঠে গণ অধিকার পরিষদের সমাবেশে নেতারা বলেছেন, মেয়র চাঁদাবাজ-দুর্নীতিবাজ। তাদের উদ্দেশে বলতে চাই সাহস থাকলে সামনে এসে বলেন। দাঁতভাঙা জবাব দেয়ার জন্য জাতীয় পার্টি প্রস্তুত আছে। পিঠের চামড়া কারো থাকবে না।’

মোস্তফা আরো বলেন, ‘সারজিস এবং হাসনাত বলেছেন, যে পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা। আমি তাদের উদ্দেশে বলতে চাই, কত সাবান এলো-গেলো কিন্তু তিব্বত সাবান রয়ে গেলো।’

জাতীয় পার্টির ইতিহাস ৪২ বছরের ইতিহাস মন্তব্য তিনি আরো বলেন, ‘জাতীয় পার্টির ইতিহাস নয় বছর সুশাসন দিয়ে রাষ্ট্র পরিচালনার ইতিহাস। জাতীয় পার্টির ইতিহাস ইসলামী রাষ্ট্রব্যবস্থা কায়েম করার ইতিহাস। ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ।

জাতীয় পার্টির ইতিহাস ৪৬০ টি উপজেলা করার ইতিহাস, ৬৪ টি জেলা করার ইতিহাস। সব ভুলে গেছেন, ভুলে যাবেন না। আবার গর্জে উঠবে রংপুর। আপনাদের মসনদ উল্টে দেয়ার জন্য জাতীয় পার্টিই যথেষ্ট মনে করি।’


আরো সংবাদ



premium cement
সিরাজ সিকদার-আবু সাইদ হত্যা একই সূত্রে গাঁথা : রাশেদ প্রধান আন্দোলনে আহত রাতুলকে আর্থিক সহায়তা দিলো বিজিবি গাবতলীতে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএমএমইউ পরিচালকের পদত্যাগে আলটিমেটাম রাবিতে পোষ্য কোটা বাতিল কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার ২০২৫ সেশনের জন্য ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কচির পদ স্থগিত দুই জেলায় বিএনপির কমিটি বিলুপ্ত, একটিতে স্থগিত সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরিবেশগত ছাড়পত্র দেয়া হবে : পরিবেশ উপদেষ্টা রোববারের মধ্যে বাংলাদেশ-ভারতে আটক জেলে প্রত্যাবাসন প্রক্রিয়া শেষ হবে

সকল