হাসিনার নির্দেশেই বিডিআর বিদ্রোহে সেনাকর্মকর্তাদের হত্যা : জামায়াত আমির
- নীলফামারী প্রতিনিধি ও ডিমলা সংবাদদাতা
- ০৮ নভেম্বর ২০২৪, ১৬:২৪, আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ১৭:০১
শেখ হাসিনার নির্দেশেই বিডিআর বিদ্রোহে সেনাকর্মকর্তাদের হত্যা করা হয়েছে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতা নেয়ার পরেই পরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহের নামে মেধাবী ও চৌকস সেনাকর্মকর্তাদের হত্যা করা হয়েছে।’
তিনি বলেন, ‘গেল ১৫ বছরে যত অন্যায়, অত্যাচার-জুলুম করা হয়েছে তা ছিল শেখ হাসিনার মদদেই। শেখ হাসিনার নামে খুন, গুম ও হত্যা মামলা হয়েছে। আমরা ন্যায় বিচার চাই। ন্যায্য বিচার চাই।’
শুক্রবার (৮ নভেম্বর) সকালে নীলফামারী জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বিশেষ অতিথির বক্তব্য দেন। এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি আন্তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ‘১৫ বছর ধরে জামায়াতের নেতা-কর্মীদের ওপর নির্মম অত্যাচার ও নির্যাতন করা হয়েছে। দলীয় কার্যালয়গুলো সীলগালা করে দেয়া হয়েছে। বাড়িতেও থাকতে পারেনি নেতা-কর্মীরা। বাড়িতে থাকলেও জঙ্গি আখ্যা দিয়ে মামলা দেয়া হয়েছে। শুধু জামায়াত নয় বিরোধী মতের সকলের ওপর এ নির্যাতন করা হয়েছে।’
আমিরে জামায়াত বলেন, ‘অন্যায়ের বিচার হতে হবে, না হলে অন্যায়কারীরা উৎসাহ পাবে। অপরাধ কমবে না। শেখ হাসিনা যেমন ছিলেন, তার উজির নাজিররাও একই রকম ছিলেন। গত ১৫ বছর মিথ্যা বলার প্রতিযোগীতা ছিল।’
দলীয় নেতা-কর্মীদের আইন হাতে তুলে না নেয়ার পরামর্শ দিয়ে জামায়াতের আমির বলেন, ‘জামায়াত কোনো অন্যায় করবে না। অত্যাচার করবে না। মানুষের ক্ষতি করবে না। যেখানে অন্যায় দেখবেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেবেন।’