০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

নিজের অপকর্মের কারণে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে : দুলু

- ছবি : নয়া দিগন্ত

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশকে গণতন্ত্রের বদলে স্বৈরতন্ত্র উপহার দিয়ে পুরো জাতিকে বিভক্ত করেছে। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে এদেশ থেকে আওয়ামী লীগকে আবারো নিশ্চিহ্ন করা হয়েছে।’

বৃহস্পতিবার দুপুর ১২টায় পীরগঞ্জ শহীদ মিনার মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন নবী চৌধুরী পলাশের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকুসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাখো বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে বিএনপির ৩১ দফার বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নতুন বাংলাদেশে থাকবে না কোনো ভেদাভেদ।’

জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, ‘যখনই বিপদে পড়েছে বাংলাদেশ তখনই জিয়া পরিবার উদ্ধার করেছে বাংলাদেশকে। পীরগঞ্জ থেকেই শুরু হবে অগ্রগামী বাংলাদেশের শুভ যাত্রা।’

উল্লেখ্য, এর আগে দুপুর ১টার আগেই মাঠ পেরিয়ে জনতার স্রোত রাস্তায় চলে যায়। অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত পরিবেশে সমাবেশে অংশ নিতে পেরে খুশি নেতাকর্মীরা। পরে একটি শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সেখানে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। এছাড়াও রংপুর মহানগর ও জেলার উদ্যোগে নগরীতে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে দলটি।


আরো সংবাদ



premium cement
ডাকসুসহ ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি, ক্যাম্পাসে বিবাদের আভাস রিকেলটনের ২৫৮, দক্ষিণ আফ্রিকার রান পাহাড় ঘুরে দাঁড়ালো ম্যানসিটি, ৬৭ দিন পর তুলে নিল টানা দ্বিতীয় জয় রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু

সকল