দিনাজপুরে নদীতে গোসলে নেমে ইন্দোনেশীয় নাগরিকের মৃত্যু
- দিনাজপুর প্রতিনিধি
- ০৬ নভেম্বর ২০২৪, ১৯:১১
দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজের সাড়ে তিন ঘণ্টা পর ফাইজির রহমান (৪৮) নামের এক ইন্দোনেশীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি ইসলাম প্রচার করতে তাবলীগ জামাতের সাথে ঘোড়াঘাটে এসেছিলেন।
বুধবার (৬ নভেম্বর) সকালে উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের করতোয়া নদীর কুলানন্দপুর ঘাটে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।
জানা গেছে, রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও ঘোড়াঘাট ফায়ার সার্ভিস যৌথভাবে অভিযান চালিয়ে দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করে। তাবলীগের কয়েকজন মুসল্লি কুলানন্দপুর গ্রামের উত্তরপাড়া জামে মসজিদে অবস্থান করছিলেন।
স্থানীয়রা জানান, ‘সকালে তাবলীগ জামাতের তিন থেকে চারজন মুসল্লি করতোয়া নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে হঠাৎ বিদেশী নাগরিক ফাইজির নিখোঁজ হন। গোসল করতে নামা অন্য মুসল্লিরা স্থানীয়দের মাধ্যমে থানা ও ফায়ার সার্ভিসে খবর দিলে দু’টি বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন। ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা প্রাথমিকভাবে নদীতে উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ বিদেশী নাগরিকের সন্ধান পান না। পরে দুপুর ১২টার দিকে রংপুর ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।’
ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আতাউর রহমান বলেন, ‘সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা নদীতে উদ্ধার অভিযান চালিয়েছিলাম। এ সময় তার সন্ধান পাওয়া যায়নি। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। তারা এলে যৌথভাবে রংপুর ও ঘোড়াঘাটের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজের সাড়ে তিন ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।’
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, ‘যেহেতু নিখোঁজ ব্যক্তি বিদেশী নাগরিক, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে তাকে না পাওয়ায় রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখানে এসেছিল। পরে তারা এসে আবারো নদীতে উদ্ধার অভিযান শুরু করলে তার লাশ উদ্ধার করা হয়।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা