২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জাতীয় পার্টিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম গণ অধিকার পরিষদের

- ছবি : নয়া দিগন্ত

গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান ও বক্তব্য দেয়ার প্রতিবাদ জানিয়ে জাতীয় পার্টিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ।

রোববার (৩ নভেম্বর) দুপুরে রংপুর মহানগরীর সিটি বাজার এলাকায় গণ অধিকার পরিষদের কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উচ্চতর সদস্য হানিফ খান সজীব সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তফার (ভিপি নুর আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয়, তাদের আমরা গণনা করি না) এই বক্তব্য ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চেয়ে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। দ্রুত ওই বক্তব্য প্রত্যাহার না করলে সারাদেশে জাতীয় পার্টিকে প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছে দলটি।’

এ সময় রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মন্নাফ, ভারপ্রাপ্ত জেলা আহ্বায়ক শেরে খোদা আসাদুল্লাহ, যুগ্ম সদস্যসচিব তোফায়েল আহমেদ তুষার, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি এম এ জলিল রতন ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান, মহানগর যুব পরিষদ সভাপতি তারেকুজ্জামান রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে সজীব আরো বলেন, ‘রংপুরে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির নেতাদের করা একটি বিক্ষোভ মিছিল সোশ্যাল মিডিয়ায় আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যেখানে তারুণ্যের আইকন ফ্যাসিবাদ পতনের অন্যতম রূপকার নুরুল হক নুর ও গণ অধিকার পরিষদ সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য ও কটুক্তিমূলক স্লোগানসহ বক্তব্য দেয়া হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার অবৈধ ক্ষমতার হালুয়া-রুটির সহযোগী জাতীয় পার্টির নেতা-কর্মীদের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে সজীবের অভিযোগ, ‘ভারতের নীলনকশায় দেশের গণতন্ত্র ধ্বংস করে আওয়ামী ফ্যাসিবাদ কায়েমে বিগত তিনটি নির্বাচনেই সহযোগী ছিলো জাতীয় পার্টি। তারা এর আগেও বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে নিয়েও করুচিপূর্ণ আচরণ করেছিল। বিপ্লবোত্তর বাংলাদেশে শান্তিপ্রিয় রংপুরের আঞ্চলিক শান্তি ও সহনশীলতার স্বার্থে ভিন্নমতের রাজনীতির প্রশ্নে আমরা উদারতা দেখাচ্ছি, জাতীয় পার্টি হয়তো সেটিকে দুর্বলতা ভাবছে।’

জাতীয় পার্টির লাগামহীন পাগলা নেতা-কর্মীদের আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের রক্তস্নাত রংপুরের মাটিতে গণহত্যাকারী খুনি ফ্যাসিস্ট ও তার সহযোগীদের রাজনীতির স্থান হবে না। কোনো ব্যক্তি বা সংগঠন যদি ফ্যাসিবাদের পুর্নবাসনে রংপুরকে অশান্ত ও উত্তপ্ত করার চেষ্টা করে রংপুরের বিপ্লবী ছাত্র-জনতাকে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে বলে জানান সজীব।

সংবাদ সম্মেলনে সজীব আরো বলেন, ‘দেশে স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণহত্যাকারী ফ্যাসিস্ট ও তার দোসরদের আস্ফালন বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কার্যকর পদক্ষেপ নিতে হবে।‘


আরো সংবাদ



premium cement