কুড়িগ্রামে আ’লীগ নেতা আউয়াল গ্রেফতার
- ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
- ০২ নভেম্বর ২০২৪, ১৩:২০
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আব্দুল আউয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।
শনিবার (২ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতার আব্দুল আউয়াল ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ী গ্রামের কছর আলীর ছেলে।
পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘ দিন আত্মগোপনে ছিলেন এই আওয়ামী লীগ নেতা। শুক্রবার (১ নভেম্বর) গভীর রাতে বাড়িতে আসার গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে গত ৪ আগস্ট হামলা, ভাঙচুর ও লুটপাটের দায়ে উপজেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেনের দায়েরকৃত দুই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আব্দুল আউয়ালকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা