০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬
`

অর্থ আত্মসাতের অভিযোগে আ’লীগ নেতাসহ তিনজনের নামে মামলা

- ছবি : ইউএনবি

লালমনিরহাটের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সুমন খানের নামে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে লালমনিরহাটের সিআইডি।

বৃহস্পতিবার রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার লালমনিরহাট সদর থানায় মামলাটি দায়ের করেন।

শাখাওয়াত হোসেন সুমন খান লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা শহরের কালীবাড়ি মাস্টারপাড়া এলাকার মরহুম বাচ্চু খানের ছেলে।

তার বিরুদ্ধে জমি দখল, হুন্ডি ব্যবসা, চোরাচালান, টেন্ডারবাজিসহ অসংখ্য অভিযোগ রয়েছে। হুন্ডি ব্যবসার কারণে তিনি হুন্ডি সুমন নামেও জেলাজুড়ে পরিচিত।

মামলার এজাহার ও সিআইডি সূত্রে জানা গেছে, হুন্ডি ব্যবসারী সুমন খানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ, চোরাচালান, মাদক ব্যবসা, স্বর্ণ ও মুদ্রা পাচার ইত্যাদির বিষয়ে দীর্ঘদিন অনুসন্ধান করে লালমনিরহাট সিআইডি পুলিশ।

অনুসন্ধানে দেখা যায়, সুমন খানের ব্যাংকে ২৩৭ কোটি ৪৯ লাখ ৪৮ হাজার ৭৬০ টাকা, তার স্ত্রী নাহিদা আক্তার রুমার ব্যাংক অ্যাকাউন্টে চার কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ৩১০ টাকা রয়েছে।

এছাড়াও সুমন খানের কর্মচারী লালমনিরহাট পুরান বাজার এলাকার বাসিন্দা হারুনের ছেলে তৌকির আহমেদ মাসুমের (৩৭) ব্যাংক অ্যাকাউন্টে ১৮৬ কোটি ৯৫ লাখ ৬২ হাজার ১২৭ টাকা পাওয়া যায়।

বৈধ আয়ের উৎস না থাকলেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ আদান-প্রদানের অভিযোগে ২০১৫ সালের মানি লন্ডারিং আইনের ৪(২) ধারায় তাদের তিনজনের নামে মামলা করে সিআইডি পুলিশ।

সিআইডি লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল হাই সরকার জানান, নিয়ম অনুযায়ী মামলাটি সিআইডি তদন্ত করবে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
রাজনীতিতে অপ্রয়োজনীয় অস্থিরতা ইসরাইলি লক্ষ্যবস্তুতে ৬ ড্রোন হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা চব্বিশের গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান আগস্ট বিপ্লবের ভ্যানগার্ড ফেনীতে প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো গণতন্ত্র অলিম্পিয়াড ২০০ ছাত্রকে হত্যা : পুলিশ কর্মকর্তা শহীদুলকে কারাগারে পাঠানোর নির্দেশ ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৫৫ ফিলিস্তিনি নিহত রাবিতে ইউনিস্যাব’র ট্যালেন্ট হান্ট-৩ ফাইনাল অনুষ্ঠিত ভোলায় আরো ১৯টি গ্যাসকূপ খনন করা হবে : জ্বালানি উপদেষ্টা ‘জাতীয় পার্টিকে সমাবেশ করতে দেয়া মানে আ’লীগকে পুনর্বাসিত করা’ সাভার থানার এসআই রাজীব পুলিশ লাইনে ক্লোজড

সকল