ভূরুঙ্গামারীতে ৬০৭টি ইয়াবাসহ যুবক গ্রেফতার
- ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
- ৩১ অক্টোবর ২০২৪, ১৬:২৩
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যৌথ বাহিনীর অভিযানে ৬০৭টি ইয়াবা ট্যাবলেটসহ খাইরুল আলম লেবু (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়।
খাইরুল আলম লেবু উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের মরহুম আমীর হোসেনের ছেলে।
কুড়িগ্রামে অবস্থিত সেনাবাহিনীর বিশেষ ক্যাম্পের ক্যাপ্টেন মাসুম রেজার নেতৃত্বে বুধবার দিবাগত মধ্যরাতে আন্ধারীঝাড় ইউনিয়নে সেনা ও পুলিশ বাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে খাইরুলের নিজ বাড়ি থেকে ৬০৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে। জানা গেছে খাইরুল আলম লেবু দীর্ঘদিন ধরে ইয়াবা কেনা-বেচার সাথে জড়িত।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, খাইরুলের নামে মাদক মামলা করা হয়েছে। তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা